Nomination: আগরতলা পুরনিগম নির্বাচনে দ্বিতীয় দফায় মনোনয়নপত্র দাখিল করলো বিজেপি’র প্রার্থীরা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ নভেম্বর।। আগরতলা পুরনিগম নির্বাচনে মঙ্গলবার দ্বিতীয় দফায় মনোনয়নপত্র দাখিল করলো বিজেপি’র প্রার্থীরা৷ এদিন ৮টি মণ্ডলের ৪৪টি ওয়ার্ডের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন বলে জানা যায়৷ সকালে সব জায়গা থেকেই মণ্ডলভিত্তিক মিছিল বের হয় প্রার্থীদের নিয়ে৷

বড়দোয়ালি মণ্ডলের মিছিলে ছিলেন বিজেপি’র প্রদেশ সভাপতি ডা. মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক৷ সূর্যমণিনগরের মিছিলে নেতৃত্ব দেন মন্ত্রী রামপ্রসাদ পাল৷ শেষের দিকে এই মিছিলেও খানিকটা সময় হাঁটেন প্রতিমা ভৌমিক৷ বাধারঘাট মণ্ডলের মিছিলেও তিনি ছিলেন কিছু সময়৷ এছাড়া ছিলেন এলাকার বিধায়িকা মিমি মজুমদার৷ বনমালীপুর মণ্ডলের মিছিলে দেখা গেছে বিজেপি’র প্রদেশ সহ-সভাপতি রাজীব ভট্টাচার্যকে৷

এছাড়া বড়জলা মণ্ডলের মিছিলে বিধায়ক দিলীপ দাস, প্রতাপগড়ের মিছিলে বিধায়ক রেবতী মোহন দাস, খয়েরপুরের মিছিলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী ছিলেন৷ তবে ৬ আগরতলা মণ্ডলের মিছিলে হেভিওয়েট নেতৃত্ব কাউকে দেখা যায়নি৷ প্রার্থীদের নিয়ে সব জায়গাতেই মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য সংখ্যায়৷

তাছাড়া দলের কর্মী-সমর্থকরা গেরুয়া উত্তরীয়-সহ গেরুয়া বেলুন, গেরুয়া ছাতা, গেরুয়া টুপি ইত্যাদিতে সুসজ্জিত ছিলেন৷ কিছু জায়গায় ‘ভারতমাতা’ সাজিয়ে ট্যাবলুও নজরে এসেছে৷ সঙ্গে ছিল কোথাও ব্যান্ড পার্টি, কোথাও ঢাকের আওয়াজ৷

আবার কোথাও ২০১৮-তে বাজানো পুরনো সেই ভোটের গান—‘ত্রিপুরায় জনতার হলো রে বিজয়…..৷’ কিছু জায়গায় আবার শোনা গেছে, তৃণমূলের ‘খেলা হবে’ গানের সুর নকল করে বিজেপি’র নিজেদের ভাষায় গান৷ অবশ্য গত ২৭ ফেব্রুয়ারি আগরতলায় বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ’র মিছিলেও তৃণমূলের ‘খেলা হবে’ গানের সুর নকল করে আওয়াজ তুলতে দেখা গিয়েছিল কমরেডদের৷

এদিন সমস্ত মণ্ডলের মিছিল রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসকের কার্যালয় পর্যন্ত যায়৷ পরে মনোনয়ন জমা দেন প্রার্থীরা৷ তার আগে সাংবাদিকদের জানান, নির্বাচনে জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী৷ এখানে উল্লেখ্য, রামনগর মণ্ডলের বিজেপি প্রার্থীরা সোমবারই মনোনয়নপত্র দাখিল করে নেন৷

এদিকে সাব্রুম নগর পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের নিয়ে মিছিলে বিজেপি’র প্রদেশ সাধারণ সম্পাদক টিংকু রায় নেতৃত্ব দেন৷ এছাড়া একটা ছাড়া বাকি পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীরা এদিন মনোনয়ন দাখিলের কাজ সেরে নিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?