স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ২ নভেম্বর।। শান্তি ও সম্প্রীতি অক্ষুন্ন রাখতে আজ বিকালে জিরানীয়া মহকুমা শাসকের কনফারেন্স হলে এক শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়।
তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক ধীরেন্দ্র দেববর্মা, জিরানীয়া মহকুমার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য্য, মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার, জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ, সমাজসেবক, প্রশাসনের আধিকারিক সহ বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিগণ। সভায় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী শ্রীচৌধুরী বলেন, সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, দেশের সংবিধানের প্রতি আস্থা রেখে যে যার ধর্ম পালন করবে। আমাদের রাজ্যে হিন্দু, মুসলমান, খ্রীষ্টান, বৌদ্ধ বিভিন্ন ধর্মের মানুষ আগে মিলে মিশে থাকতো।
আগামী দিনেও এই ধারা অব্যাহত রাখতে হবে। সবকা সাথ সবকা বিকাশ ও সবকা বিশ্বাসের মন্ত্র নিয়েই সরকার কাজ করছে। শান্তি ও সম্প্রীতি সভায় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আরও বলেন, শান্তিই হচ্ছে উন্নয়নের মূলমন্ত্র ও চাবিকাঠি।
কোনও সম্প্রদায়কে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, রাজ্যের শান্তি ও সম্প্রীতির চিরন্তন ঐতিহ্যকে আমাদেরকে বহন করতে হবে। মানুষ যাতে বিভ্রান্ত না হয় তার জন্য সবার প্রতি তিনি আহ্বান জানান।
তিনি বলেন, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে শান্তি বজায় রাখতে হবে। তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে শান্তি কমিটি তৈরি করতেও নির্দেশ দেন।