Hospital: আই জি এম হাসপাতালে দন্ত বিভাগে বসানো হয়েছে অত্যাধুনিক ‘সিবিসিটি’ মেশিন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ নভেম্বর।। আই জি এম হাসপাতালে দন্ত বিভাগে বসানো হয়েছে অত্যাধুনিক ‘সিবিসিটি’ মেশিন৷ রেডিওলজি ডিপার্টমেন্টে মেশিনটি রাখা আছে৷ প্রায় অর্ধ লক্ষ টাকায় কেনা অত্যাধুনিক মেশিনটি বসানোয় মানুষ আরো ভালো পরিষেবা পাবেন৷

রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক ডা. দিলীপ দাস জানান, উত্তর পূর্বাঞ্চলে সরকারি হাসপাতালগুলির মধ্যে একমাত্র এই হাসপাতালেই এত উন্নত মানের অত্যাধুনিক চিকিৎসা পরিকাঠামো বসানো হয়েছে৷ তিনি জানান, দাঁতের অবস্থান সহ মাড়ির খুঁটিনাটি এই মেশিনটির মাধ্যমে চিকিৎসকরা বুঝতে পারবেন৷

এক কথায় মুখের স্কেনের কাজ করবে এই মেশিন৷ ফলে ঝঁুকির সম্ভাবনা খুব কম থাকবে৷ ইতিমধ্যেই ট্রায়াল রান শেষ হয়েছে৷ মেশিনটি পরিচালনা করার জন্য ট্রেনিং করানো হয়েছে৷ এরপরও আরো কয়েকবার ট্রেনিং দেয়া হবে৷

সংশ্লিষ্ট কোম্পানির এক্সপার্টরাই ট্রেনিং করাবেন৷ এরপরই পুরোপুরি  মেশিনটি চালু হয়ে যাবে৷ তবে যত তাড়াতাড়ি মেশিনটি চালু করা যায় সেই চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?