স্টাফ রিপোর্টার, অমরপুর, ২ নভেম্বর৷। ত্রিপুরাকে পর্যটনের আকর্ষণীয় কেন্দ্র এবং অগ্রাধিকারের ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে উদ্যোগ নিয়েছেন তাকে সফল করার জন্য ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম একাধিক কর্মসূচি হাতে নিয়েছে। তারই অঙ্গ হিসেবে রাজ্যের দূর দূরান্তে অবস্থিত পর্যটন কেন্দ্রগুলিকে আরও আকর্ষণীয় করে তুলতে ও পর্যটক পরিষেবা বাড়ানোর লক্ষ্যে ডম্বুর হ্রদের নারকেল কুঞ্জে হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। দেশ বিদেশের পর্যটকরা যাতে ডম্বুর জলাশয়ের নৈসর্গিক ভ্রমণ দ্রুত সম্পন্ন করতে পারেন সেজন্যই এই হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। আগামী ১১ নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই হেলিপ্যাডের উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহরায়, লোকসভার সদস্য রেবর্তী ত্রিপুরা, পর্যটন দপ্তরের সচিব কিরণ গিত্যে ও পর্যটন দপ্তরের অধিকর্তা তড়িৎ কান্তি চাকমা প্রমুখ। ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।