অনলাইন ডেস্ক, ৩ নভেম্বর।। চ্যাম্পিয়নস লিগে নিজের শততম ম্যাচটা স্মরণীয় করে রাখলেন রবার্ট লেভানদোভস্কি। পোলিশ স্ট্রাইকারের হ্যাটট্রিকে ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় বেনফিকাকে ৫-২ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ।
কিংসলে কোম্যানের ক্রসে ২৬তম মিনিটে দলের প্রথম গোল করেন লেভা। পোলিশ তারকা পরের গোল দুটি করেন ৬১ ও ৮৪তম মিনিটে।
এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে ১০০ ম্যাচে ৮১ গোল করলেন লেভা। তার মধ্যে রয়েছে চারটি হ্যাটট্রিক। বায়ার্নের হয়ে চলতি মৌসুমে ১৮ ম্যাচে ২২ গোল করলেন এই ‘গোলমেশিন’। আর চলতি চ্যাম্পিয়নস লিগে ৪ ম্যাচে করলেন ৮ গোল।
চ্যাম্পিয়নস লিগের আরেক ম্যাচে পাওলের দিবালার জোড়া গোলে ঘরের মাঠ তুরিনে জেনিত সেন্ট পিটার্সবার্গের বিপক্ষে ৪-২ ব্যবধানে জিতেছে জুভেন্টাস। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে তুরিনের বুড়িরা।
পুরো ম্যাচে আলো ছড়িয়েছেন দিবালা। ১১তম মিনিটে জুভদের এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এরপর ৫৮তম মিনিটে পেনাল্টি থেকে করেন দলের দ্বিতীয় গোল।
৮২তম মিনিটে সতীর্থ আলভারো মোরাতাকে দিয়ে করান জুভদের চতুর্থ গোল। ৮৫তম মিনিটে মাঠ না ছাড়লে হয়তো হ্যাটট্রিকও পেতে পারতেন দিবালা।