অনলাইন ডেস্ক, ৩ নভেম্বর।। চ্যাম্পিয়নস লিগে গুরুত্বপূর্ণ জয় পেলো বার্সেলোনা। আনসু ফাতির একমাত্র গোলে ডায়নামো কিয়েভকে তাদেরই মাঠে ১-০ ব্যবধানে হারিয়েছে ‘কোচবিহীন’ কাতালান জায়ান্টরা।
এই জয়ে ‘ই’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসে দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল বার্সা। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ৬। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ।
৭০তম মিনিটে অস্কার মিঙ্গুয়েজোর রাইট-উইং ক্রসে ১০ গজ দূর থেকে শটে জাল খুঁজে নেন ফাতি। তার আগে গোলের সুযোগ পেয়েছিল কিয়েভও। তবে মাইকোলা শাপারেঙ্কোর দুটি শট দেখা পায়নি জালের।
চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে সমান ৩-০ ব্যবধানে হেরেছিল বার্সা। আরেক ম্যাচে বায়ার্ন ৫-২ গোলে বেনফিকাকে উড়িয়ে দেওয়ায় দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা।
গত সপ্তাতে প্রধান কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করে বার্সা। আপাতত কাতালান জায়ান্টদের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বার্সার- বি দলের কোচ সের্গি বারহুয়ান। কোম্যান বরখাস্ত হওয়ার পর চ্যাম্পিয়নস লিগে বার্সার এটি প্রথম ম্যাচ।
গত ১৭ মৌসুমের ১৬টিতেই শেষ ষোলোতে খেলেছে বার্সা। ২৩ নভেম্বর ঘরের মাঠে বেনফিকাকে হারাতে পারলেই আরেকবার নকআউটে জায়গা করে নেবে তারা।