স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ২ নভেম্বর।। আবারো উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ৷ সোনামুড়া থানার অন্তর্গত শ্রীমন্তপুর সীমান্ত এলাকার এক পুকুর থেকে মঙ্গলবার সাত সকালে উদ্ধার হয় মৃতদেহটি৷
মৃত ব্যক্তির নাম মিছিল মিয়া৷ বয়স আনুমানিক ৩৫ বছর৷ পিতা মিলন মিয়া৷ ঘটনার বিবরণে জানা যায় সোমবার সন্ধ্যার পর থেকে মিছিল নিখোঁজ ছিল৷
মঙ্গলবার সকালে এলাকার লোকজন তাঁর মৃতদেহ দেখতে পায় শ্রীমন্তপুর সীমান্ত এলাকার এক পুকুরে৷ সাথে সাথে পরিবারের লোকজন ও পুলিশকে খবর দেওয়া হয়৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷
এইদিকে মৃতের এক নিকট আত্মীয় অভিযোগ করে যে পুকুর থেকে মিছিলের মৃতদেহ উদ্ধার হয়েছে, সেই পুকুরের মালিক পুকুরের জলে বিদ্যুৎ সংযোগ করে রেখেছিল৷ যার ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মিছিল মিয়ার৷ তিনি আরও অভিযোগ করেন মিছিলকে চক্রান্ত করে হত্যা করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷