Cricket: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা দুই ম্যাচ হেরে ব্যাকফুটে ভারত

অনলাইন ডেস্ক, ৩ নভেম্বর।। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা দুই ম্যাচ হেরে ব্যাকফুটে ভারত। সেমিফাইনালে যাওয়াটাও এখন শঙ্কায় টিম ইন্ডিয়ার। নিভতে বসা সেই আলো জ্বালিয়ে রাখার আশা নিয়ে বুধবার রাতে আবুধাবিতে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বিরাট কোহলিরা। শক্তি ও সামর্থ্যের তুলনায় আফগানরা যতই পিছিয়ে থাকুক না কেন, খাদের কিনারে দাঁড়ানো ভারতের সুযোগ নেই মোহাম্মদ নবী-রশিদ খানদের হালকাভাবে নেওয়ার।

এমনটাই জানালেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং।

সেমিতে যাওয়ার সুযোগ আছে আফগানিস্তানেরও। ভারতকে হারাতে পারলে সেই রাস্তাটা আরও প্রশস্ত হবে ইতোমধ্যে ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা আফগানদের। অন্যদিকে টিম ইন্ডিয়া এখনো পয়েন্টের খাতাও খুলতে পারেনি।

পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে ভারত। আফগানদের বিপক্ষে যেন পা না হঠকায় কোহলিদের তারই সাবধানবাণী হরভজন সিংয়ের মুখে। এই ম্যাচে ভারত নবী-রশিদদের হালকাভাবে নিতে পারছে না জানিয়ে ৪১ বছর বয়সী তারকা স্পোর্টসকিড়াকে বলেন, ‘আপনি আফগানিস্তানকে হালকাভাবে নিতে পারবেন না। তারা খুবই ভালো ও পরিপক্ব দল। তাদের ব্যাটাররা চমৎকার এবং দুই স্পিনার মুজিব উর রহমান ও রশিদ খান খুবই মারাত্মক।

এই ফরম্যাটটাই এমন যে, শেষ না হওয়া পর্যন্ত আপনি ভবিষ্যদ্বাণী করতে পারবেন না কারা জিতবে বা কারা হারবে। ’

আফগানিস্তান-ভারত ছাড়াও সুপার টুয়েলভের ‘বি’ গ্রুপ থেকে শেষ চারে যাওয়ার ‍সুযোগ আছে কিউইদেরও। ২ ম্যাচে ২ পয়েন্ট নিতে তালিকার তিনে তারা। এই গ্রুপ থেকে টানা চার জয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?