অনলাইন ডেস্ক, ৩ নভেম্বর।। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন বাবর আজম। তার নেতৃত্বগুণে এক ম্যাচ হাতে রেখে ইতোমধ্যে সেমিফাইনালের টিকিটি কেটেছে পাকিস্তান।
মঙ্গলবার আবুধাবিতে সুপার টুয়েলভে নামিবিয়ার বিপক্ষে ফিফটি করে ভারতের অধিনায়ক বিরাট কোহলির আরেকটি রেকর্ড ভেঙে দিলেন বাবর। পাকিস্তানও ম্যাচটি জিতেছে ৪৫ রানে।
টি-টোয়েন্টিতে একমাত্র অধিনায়ক হিসেবে ২৭তম ইনিংসে এসে ১৪তম ফিফটি পেলেন বাবর। সেই সঙ্গে তিনি টপকে গেলেন কোহলিকে। ১৩টি ফিফটি নিয়ে দ্বিতীয় স্থানে টিম ইন্ডিয়া অধিনায়ক। বাবরের আগে এই রেকর্ড গড়তে কোহলির লেগেছিল ৪৪ ইনিংস।
নামিবিয়ার বিপক্ষে ৪৯ বলে ৭ চারে ৭০ রানের ইনিংস খেলেন বাবর। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি তার ‘ব্যাক টু ব্যাক’ ফিফটি এবং আসরে তৃতীয়।
এর আগে কোহলির আরেকটি রেকর্ড ভেঙে দেন বাবর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে দ্রুততম ১০০০ রানের মাইলফলক গড়েন পাকিস্তানি ব্যাটার। গত সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে রেকর্ডটি গড়েন তিনি।
অধিনায়ক হিসেবে দ্রুততম হাজার রানের আগের রেকর্ডটি ছিল কোহলির। টি-টোয়েন্টিতে ১০০০ রানের ঘরে পা রাখতে টিম ইন্ডিয়া অধিনায়কের লেগেছিল ৩০ ইনিংস। বাবরের লেগেছে ২৬ ইনিংস।