Corona: নতুন করে করোনা সংক্রমণ বেড়ে উঠাতে তৃণমূলের জনসভাকেই দায়ী করছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ নভেম্বর।। নতুন করে করোনা সংক্রমণ বেড়ে উঠাতে তৃণমূলের জনসভাকেই দায়ী করছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ বিজেপি দলের পক্ষে ‘তৃণমূলের জনসভায় বহিরাগত’ তত্ত্বকেই এই বৃদ্ধির অন্যতম কারণ বলেই মনে করছেন মন্ত্রী৷

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের কোভিড পরিস্থিতি পর্যালোচনার তথ্য তুলে তিনি বলেন দু’দিনে সংক্রমণের মাত্রা বৃদ্ধির মূল কারণ তৃণমূলের জনসভায় আসা অন্যরাজ্য থেকে আগতদের মাধ্যমেই নতুন করে এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে৷

মন্ত্রিসভার বৈঠকে অন্যান্য বিষয়গুলির মধ্যে মঙ্গলবার রাজ্যের করোনা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়৷ রাজ্য স্বাস্থ্য সচিব মন্ত্রিসভায় করোনা সংক্রমণের বিস্তারিত তথ্য পেশ করেন৷

যেখানে দেখা যায়, গত একসপ্তাহ আগেও পশ্চিম ত্রিপুরা জেলায় সংক্রমণের মাত্রা ছিল .৪০ শতাংশ সেখানে মঙ্গলবার জেলায় সংক্রমণ বেড়ে দাঁড়ায় .৭২ শতাংশ৷ অন্যদিকে উত্তর ত্রিপুরা জেলায় গত সপ্তাহে সংক্রমণ ছিল .২১ শতাংশ, তা বেড়ে দাঁড়িয়েছে ১.০৪ শতাংশে৷

শুধু দুই জেলার তথ্য তুলে মন্ত্রী বলেন যে এই দুই জেলা দিয়েই রাজ্যে বহির্রাজ্যের মানুষ আসে৷ তৃণমূলের জনসভায় বহিরাগত তত্ত্বকে তুলে ধরে তিনি বলেন, সরকারের কাছে খবর ছিল তৃণমূলের সভায় যোগ দিতে বহির্রাজ্যের লোক আসছে৷

সেই খবরেই করোনা সংক্রমণের আশঙ্কায় অগ্রীম বিধিনিষেধ আরোপ করা হয়৷ সেই হিসাবে বহির্রাজ্য থেকে ফেরতদের করোনা নেগেটিভ রিপোর্ট সহ করোনা পরীক্ষা শুরু হয়৷ পশ্চিম ত্রিপুরা জেলায় সংক্রমিতের সংখ্যা বর্তমানে ৫১ জন৷

উত্তর ত্রিপুরা জেলায় ৩৪ জন৷ সংক্রমণের মাত্রা খুবই সামান্য হলেও, মন্ত্রীর মতে বিধিনিষেধ জারির আগেই অন্যরাজ্য থেকে আগতদের থেকেই এই সংক্রমণ ছড়িয়েছে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?