Arrest: যুবতীকে ধর্ষণ করতে গিয়ে জনতার হাতে ধরা পড়লো এক যুবক

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ নভেম্বর।। যুবতীকে ধর্ষণ করতে গিয়ে জনতার হাতে ধরা পড়লো এক যুবক৷ ঘটনা মঙ্গলবার দুপুরে এয়ারপোর্ট থানার শালবাগান এলাকায়৷ ধৃত যুুবকের নাম খোকন মিয়া (৩৫)৷

এয়ারপোর্ট থানার পুলিশ ওই যুবককে আটক করে জিরানিয়া থানার পুলিশের হাতে তুলে দেয়৷ পুলিশ সূত্রে বিবরণ খোকন মিয়ার বাড়ি জিরানিয়া কলেজ চৌমুহনি এলাকায়৷ সে পেশায় শ্রমিক৷ প্রতিবেশী এলাকার ২০ বয়সী এক যুবতীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল৷ এক বছরের সম্পর্কে সে ওই যুবতীর কিছু অশ্লীল ছবি সংগ্রহ করে বলে অভিযোগ৷

ওইসব ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সে মঙ্গলবার যুবতীকে বাইকে করে এয়ারপোর্ট থানার শালবাগান এলাকায় নিয়ে যায়৷ সেখানে যুবতীকে ধর্ষণ করতে গেলে স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়৷

পরবর্তীকালে নির্যাতিতার অভিযোগে জিরানিয়া থানার পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ সহ বিভিন্ন ধারায় মামলা নেয় (মামলার নম্বর ৫১/২১) এবং গ্রেপ্তার করে৷ ধৃতকে আগামীকাল আদালতে হাজির করা হবে বলে পুলিশের দাবি৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?