অনলাইন ডেস্ক, ৩ নভেম্বর।। তারকা ব্যাটার শুভমান গিলের জায়গা হয়নি চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের টিম ইন্ডিয়া স্কোয়াডে। বিশ্বকাপ চলায় মাঠে নেই তেমন কোনো প্রতিযোগিতামূলক আসরও। যার কারণে ২২ বছর বয়সী তারকাকে বেশি সময় কাটাতে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ইতোমধ্যে ভক্ত-সমর্থকদের নজরও কেড়েছেন তিনি। আর তার অন্যতম কারণ, ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের সঙ্গে শুভমানের প্রেমের সম্পর্কের গুঞ্জন।
এই কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ব্যাটার মঙ্গলবার নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামে এক ছবি শেয়ার করেছেন। এই ছবির জেরে আবারও আলোচনায় শুভমান-সারার সম্পর্ক।
শেয়ার করা ছবিতে, কেকেআর তারকার গায়ের টি-শার্টের পেছনে লেখা, ‘পরীদের প্রেমে পড়ো না’। আর ছবিটির ক্যাপশন, ‘অভিজ্ঞতামূলক নিয়ম-১’।
এই ছবি দেখে শুভমানের ইনস্টাগ্রাম অনুসারীরা তার ‘ব্রেকআপ’ হয়েছে বলে অনুমান করছেন। যার কারণে ভারতের এই ওপেনিং ব্যাটার এমন ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুভমানের কমেন্ট বক্সও ভেসে গেছে অনুসারীদের প্রশ্নে। সবাই জানতে চেয়েছে, সারার সঙ্গে তার ব্রেকআপ হয়েছে কিনা।
একজন কমেন্টে জানতে চেয়েছেন, ‘ভাই, আপনার সঙ্গে সারার কি ছাড়াছাড়ি হয়ে গেছে?’ জবাবে অবশ্য কোনো উত্তর দেননি শুভমান।
এর আগেও সারার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন উঠলেও কখনো তা নিয়ে মুখ খুলেননি ভারতের হয়ে ৮ টেস্ট ও ৩টি ওয়ানডে খেলা তারকা। জানিয়েছিলেন, ‘এই মুহূর্তে আমি সিঙ্গেল আছি। সম্পর্ক নিয়ে ভাবছি না। ’