Cricket: শামির পাশে দাঁড়ানোয় কোহলির ১০ মাসের শিশুকে ধর্ষণের হুমকি

অনলাইন ডেস্ক, ২ নভেম্বর।। পাকিস্তানের কাছে হেরে যাওয়ার পর ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামিকে তার মুসলিম পরিচয়ের কারণে নিজ দেশের সমর্থকদের বিদ্বেষমূলক সমালোচনার মুখে পড়তে হয়। এমন পরস্থিতিতি শামির পক্ষ নিয়ে সমালোচকদের কড়া জবাব দেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।

আর এই ‘অপরাধে’ উগ্র হিন্দুদের তোপে পড়েছেন তিনি। এমনকি তার ১০ মাসের মেয়েকে দেওয়া হয়েছে ধর্ষণের হুমকি।

আনন্দবাজার জানায়, অত্যন্ত নিন্দনীয় এই কাজের পেছনে রয়েছে এক ‘দক্ষিণপন্থী ভারতীয়’ টুইটার ব্যবহারকারী।

শনিবার সংবাদ সম্মেলনে কোহলি বলেছেন, ‘ধর্ম নিয়ে কাউকে এ রকম আক্রমণ করা মানবিকতার সব থেকে নীচু স্তর। ’

এর পরেই গত ৩০ অক্টোবর রাত ১১.৫৫ মিনিটে আমেনা নামে এক টুইট ব্যবহারকারী কোহলির মেয়ে ভামিকাকে ধর্ষণের হুমকি দিয়ে একটি টুইট করে। কোহলি সমর্থকরা সঙ্গে সঙ্গে একযোগে সেই টুইটের তীব্র বিরোধিতা করতে থাকেন।

অনেকে বলতে থাকেন, এই টুইট পাকিস্তানের কোনো ব্যক্তির করা। কারণ সেই অ্যাকাউন্টে পাকিস্তানের জার্সি পরা এক মহিলা ক্রিকেটারের ছবি দেওয়া রয়েছে।

কিন্তু সোমবার ‘বুম’ নামে একটি ওয়েবসাইট বলেছে, পাকিস্তানের কেউ নয়, তেলুগুভাষী দক্ষিণপন্থী কোনো ব্যক্তির করা এই টুইট, যে আগে অন্য একটি নাম ব্যবহার করে টুইট করতো। কিছুক্ষণ পরেই অবশ্য টুইটটি মুছে দেওয়া হয়।

ওই ব্যবহারকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিয়ে টুইটারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে মনে করা হচ্ছে, ওই ব্যক্তি তেলঙ্গানা বা হায়দরাবাদের বাসিন্দা।

ওই টুইটার প্রোফাইল থেকে তেলুগু ভাষায় একাধিক টুইট রয়েছে। শুধু তাই নয়, দক্ষিণপন্থী একাধিক পোস্ট রিটুইট করা হয়েছে ওই অ্যাকাউন্ট থেকে, যেখানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?