অনলাইন ডেস্ক, ২ নভেম্বর।। তার সম্পদের মাত্র একটি ছোট্ট অংশ দিলেই বিশ্বের ক্ষুধা সমস্যার সমাধান করা সম্ভব জাতিসংঘের একজন কর্মকর্তার এই দাবিকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক।
ইলন মাস্ক বলেছেন, জাতিসংঘ যদি প্রমাণ করতে পারে যে ৬ বিলিয়ন ডলার দিয়েই বিশ্বের ক্ষুধা নিবারণ সম্ভব, তাহলে টেসলার শেয়ার বিক্রি করে তিনি সেই অর্থ দিয়ে দেবেন।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পরিচালক ডেভিড বেসলে বিশ্বের অতি ধনী এবং বিশেষ করে জেফ বেজোস ও ইলন মাস্ককে চ্যালেঞ্জ জানানোর পর মাস্কের এ মন্তব্য এলো।
গত সপ্তাহে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে, ডেভিড বেসলে বিশ্বের ক্ষুধা নিবারণে এককালীন ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য তাদের প্রতি আহ্বান জানান।
ডেভিড বেসলে বিশেষভাবে ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের শীর্ষে থাকা দুই ব্যক্তি মাস্ক এবং অ্যামাজন এর সহ-প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। মাত্র ৬ বিলিয়ন ডলার ৪২ মিলিয়ন (৪ কোটি ২০ লাখ) মানুষকে মৃত্যু থেকে বাঁচাতে পারে বলে দাবি করেন বেসলে। এই অর্থ ইলন মাস্কের মোট সম্পদের মাত্র ২ শতাংশের সমান।
এর জবাবে রবিবার এক টুইটবার্তায় টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক লিখেছেন, ‘ডব্লিউএফপি যদি বুঝিয়ে বলতে পারে যে ঠিক কীভাবে ৬ বিলিয়ন ডলার দিয়ে বিশ্বের ক্ষুধা নিবারণ করতে পারবে, তাহলে আমি এখনই টেসলার শেয়ার বিক্রি করব এবং আমি অবশ্যই এটি করব’।
‘কিন্তু এটি অবশ্যই ওপেন সোর্স অ্যাকাউন্টিং হতে হবে, যাতে মানুষ বুঝতে পারে যে ডব্লিউএফপি কীভাবে অর্থ ব্যয় করে থাকে’, যোগ করেন ইলন মাস্ক।
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার সিইও মাস্ক, যেটি গত সপ্তাহে ১ ট্রিলিয়ন ডলার ক্লাবে প্রবেশ করেছে। বিশ্বে মাত্র ৫টি কোম্পানি আছে ট্রিলিয়ন ডলার মূল্যের। গতকাল পর্যন্ত ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্স অনুসারে, ইলন মাস্কের মোট ব্যাক্তিগত সম্পদ ৩১১ বিলিয়ন ডলার।