অনলাইন ডেস্ক, ১ নভেম্বর।। এবার ফের খবরের শিরোনামে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। একের পর বিদ্বেষমূলক বক্তব্য পেশ করে লেখিকা তাঁর লেখনীর পাশাপাশি নিজের আলাদা পরিচিত গড়ে তুলেছেন। এবার সাতদিনের জন্য তসলিমার ফেসবুক অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হল।
এই অভিযোগ তুলেছেন স্বয়ং লেখিকা নিজেই। এমনকী তসলিমার অভিযোগ সত্যি কথা বলার জন্যই তাঁর ওপর নেমে এসেছে এই কোপ। লেখিকার আরও অভিযোগ বাংলাদেশে হিন্দুদের হয়ে কথা বলার জন্যই তাঁর ফেসবুক অ্যাকাউন্ট ক্লোজড করে দেওয়া হয়েছে। ট্যুইটে ক্ষোভ উগরে দিয়েছেন এই বিতর্কিত লেখিকা।
ট্যুইটে তসলিমা নাসরিন লেখেন, ‘সত্যি কথা বলার জন্যই ফেসবুক আমাকে আবারও ৭ দিনের জন্য নিষিদ্ধ করেছে।’
আরও একটি ট্যুইটে তিনি লেখেন, ফেসবুক আমাকে নিষিদ্ধ করেছে। ইসলামবাদীরা বাংলাদেশি হিন্দুদের ঘরবাড়ি ধবংস করেছে, এই বিশ্বাস করে যে হিন্দুরা হনুমানের উরুর উপর কুরআনে রেখেছে। জানা গেছে, ইকবাল হোসেন সেটা করেছেন, তখন হিন্দুরা নয়, ইসলামপন্থীরা চুপ ছিল, ইকবালের বিরুদ্ধে কিছু বলেননি এবং করেননি…’
জানা গিয়েছে, বাংলাদেশে হিংসা নিয়ে নিজের মতামত জানিয়ে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টের কারণেই সংস্থা তাঁকে ব্যান করেছে Mark Zuckerberg-এর সংস্থা।
প্রসঙ্গত, বাংলাদেশের ঘটনার প্রথম থেকেই তসলিমা নাসরিনকে সরব হতে দেখা গিয়েছে। এমনকী বাংলাদেশকে ‘জিহাদিস্তান’ বলেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সমালোচনা করেন তসলিমা। লেখিকার অভিযোগ ছিল, বাংলাদেশের সংবাদমাধ্যমকে ‘সংশ্লিষ্ট খবর’ প্রকাশিত না করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা।