Kohli: বিশ্বকাপ থেকে কার্যত বিদায়ের পথে কোহলিরা


অনলাইন ডেস্ক, ৩১ অক্টোবর।। রবিবার নিউজিল্যান্ডের সঙ্গে হারের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ওঠার হিসেব-নিকেশ কঠিন হয়ে গেল ভারতের জন্য। সুপার টুয়েলভের ‘বি’ গ্রুপে দুই ম্যাচ খেলে এখনো পয়েন্টের খাতা খুলতে না পারা কোহলির দল আছে তালিকার পাঁচে। ২ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে নিউজিল্যান্ড। চার পয়েন্ট নিয়ে তাদের ওপরে আছে আফগানিস্তান। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পাকিস্তান। ভারত রয়েছে নামিবিয়ারও নিচে।

বিশ্বকাপে টিকে থাকতে হলে বাকি ম্যাচগুলো জেতাই ভারতের জন্য যথেষ্ট নয়। তাদের অপেক্ষা করতে হবে আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের জন্য। সেখানে নিউজিল্যান্ডকে হারাতে হবে আফগানিস্তানের। এরপর রান রেটের ব্যাপার রয়ে গেছে। নিজের সঙ্গে ম্যাচে যে কারণে আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারাতে হবে আফগানিস্তানকে। রবিবারের ম্যাচেও ১৮ বছরের খরা কাটাতে পারল না ভারত। আইসিসির টুর্নামেন্টে এবারও নিউজিল্যান্ডের বিপক্ষে হারল টিম ইন্ডিয়া।

আট উইকেটে হেরে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আরেকটি বড় পরাজয় বরণ করল বিরাট কোহলির দল। আইসিসির কোনো টুর্নামেন্টে কিউইদের বিপক্ষে ভারত সর্বশেষ জিতেছিল ২০০৩ সালে। সুপার টুয়েলভে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১০ উইকেটে হারের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ‘অলিখিত কোয়ার্টার ফাইনাল’ হয়ে ওঠা ম্যাচে হারল ভারত। টিম ইন্ডিয়ার দেওয়া ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩ বল হাতে রেখে ২ উইকেটে ১১১ রান করে কিউইরা।

এর আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে মাত্র ১১০ রান করতে সক্ষম হয় ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে যা তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। দলীয় ২৪ রানে ওপেনার মার্টিন গাপটিলকে (২০) হারালেও কিউইদেরে সহজ জয় এনে দেন আরেক ওপেনার ড্যারিল মিচেল ও কেন উইলিয়ামসন। ফিফটি বঞ্চিত হওয়া মিচেল ৩৩ বলে ৪ চার ও ৩ ছয়ে করেন ৪৯ রান। ৩৩ রানে উইলিয়ামসন এবং উইকেটরক্ষক ডেভন কনওয়ে ২ রানে অপরাজিত থাকেন।

ভারতের হয়ে কিউইদের উইকেট দুটি নিয়েছেন জসপ্রিত বুমরাহ। রবিবার রাতে দুবাইতে টস জিতে কেন অধিনায়ক উইলিয়ামসন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তা প্রমাণ দিতে বেশিক্ষণ সময় লাগেনি না ব্ল্যাক-ক্যাপদের। ব্যাটিংয়ে নেমে কিউই পেসারদের তোপের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। টিম ইন্ডিয়ার হয়ে উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি কেউ। দুঃসময়ে হার্দিক পান্ডিয়ার ২৩, রবীন্দ্র জাদেজার ২৬* রানে ভর করে শতক পেরোনো স্কোর পায় ভারত।

ব্যাট হাতে ফের ব্যর্থ হয়েছেন রোহিত (১৪)। দুই ওপেনার লোকেশ রাহুল (১৮) ও ইশান কিষাণ (৪) জুটি মাত্র ১১ জমা করতে পেরেছেন স্কোরবোর্ডে। অধিনায়ক কোহলি ১৭ বল খেলে কোনো বাউন্ডারি ছাড়া করেছেন মাত্র ৯ রান। ১২ রান এসেছে উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্তের ব্যাট থেকে। নিউজিল্যান্ডের হয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। লেগ-স্পিনার ইশ সোধি ১৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারে ভারত।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?