অনলাইন ডেস্ক, ১ নভেম্বর।। চল্লিশেও দারুণ পারফর্ম করে চলেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। গোল করছেন নিয়মিত। রবিবার রাতে যেমন ঘরোয়া লিগে ৪০০ গোলের মাইলফলক ছুঁলেন এসি মিলানের সুইডিশ তারকা।
ইব্রামিহোভিচের মাইলফলকের দিনে সিরি ‘এ’ তে রোমাকে ২-১ গোলে হারিয়েছে এসি মিলান।
প্রতিপক্ষের মাঠে জিততে অবশ্য ঘাম ঝরাতে হয়েছে মিলানকে। ২৫ মিনিটে ফ্রি কিক থেকে করা ইব্রাহিমোভিচের গোলে এগিয়ে যায় দলটি। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান ফ্রাঙ্ক কেসি।
তবে ৬৬ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় এসি মিলান। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন থিও হার্নান্দেজ।
যোগ করা সময়ে রোমার পক্ষে ব্যবধান কমান স্তেফান এল শারাওই। তবে শেষ হাসি ছিল মিলানেরই।
এদিকে সালের্নিতানাকে ১-০ গোলে হারিয়েছে নাপোলি। ১১ ম্যাচে ১০ জয় ও ১ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এসি মিলান।