অনলাইন ডেস্ক, ১ নভেম্বর।। সার্জিও রামোসের ফ্রি ট্রান্সফারে পিএসজিতে নাম লেখানোর চার মাস পেরিয়ে গেছে। কিন্তু এখনো লিগ ওয়ানের ক্লাবটির হয়ে অফিশিয়াল অভিষেক হয়নি তার। পরিস্থিতি এখন এমন যে, রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়কের সঙ্গে বিচ্ছেদের ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পিএসজি। ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে রামোস।
৫ মের পর আর অফিশিয়াল ম্যাচ খেলা হয়নি তার। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি।
ফ্রান্সের লে প্যারিসিয়েন জানাচ্ছে, রামোসকে ছেড়ে দেওয়া এখন আর দুঃস্বপ্নের দৃশ্যকল্প নয় পিএসজির জন্য।
২০২৩ সাল পর্যন্ত দুই পক্ষের চুক্তি। যা বাতিল করতে হলে স্প্যানিশ সেন্টার-ব্যাকের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হবে পিএসজিকে।
পিএসজি অবশ্য সব সময়ই বলে আসছে তারা রামোসের মাঠে ফেরার অপেক্ষায় রয়েছে। পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো শুক্রবার লিলের বিপক্ষে ম্যাচের পর বলেছেন, ‘আমরা জানি রামোসের ইনজুরি রয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম এখনো গেম খেলছে। আমরা সবাই জানতাম তার একটা সমস্যা ছিল। আমরা জানি এখানে কি ঘটছে। ’
এদিকে ফরাসি মিডিয়ায় ব্যঙ্গ করা হচ্ছে রামোসকে। যদিও ক্লাব বলছে তারা ধৈর্য ধরছে। তবে ক্লাব ভক্ত এবং ফ্রেঞ্চ মিডিয়া বেশ বিরক্তই। সব মিলে পিএসজিতে রামোসের ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত।