অনলাইন ডেস্ক, ৩১ অক্টোবর।। ভাগ্য নামক বিষয়টি চলতি মৌসুমে বার্সেলোনার পক্ষে নেই! পারফরম্যান্স মোটেও প্রত্যাশিত নয়। এর মধ্যে আবার একের পর এক ইনজুরি খেলোয়াড়দের। আলাভেসের বিপক্ষে সবশেষ ম্যাচে দুজন খেলোয়াড়কে তুলে নিতে হলো অন্তর্বর্তীকালীন কোচে সের্হি বারজুয়ানকে। এই দুজনের একজন সার্জিও আগুয়েরোকে তো অ্যাম্বুলেন্সে করে মাঠ থেকে হাসপাতালেই নিতে হলো। শনিবার রাতে ন্যু ক্যাম্পে আলাভেসের মুখোমুখি হয় বার্সেলোনা।
১-১ ড্র হওয়া ম্যাচে বুকে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান আগুয়েরো। আর্জেন্টাইন তারকাকে পরবর্তীতে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। টুইট বার্তায় বার্সেলোনা জানায়, ‘আগুয়েরো বুকে অস্বস্তি অনুভব করছিল, তাকে কার্ডিয়াক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ এবারের গ্রীষ্মে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় পাড়ি দেন আগুয়েরো। ইনজুরির কারণে মৌসুমের শুরুতে বেশ কিছু ম্যাচই খেলা হয়নি তার।
এদিন বার্সার জার্সিতে তিনি খেলতে নেমেছিলেন নিজের পঞ্চম ম্যাচ। ছিলেন প্রথম একাদশে। কিন্তু ৪১ মিনিটেই মাঠ ছড়তে হয় আগুয়েরোকে। মাঠে বুক চাপ দিয়ে ধরে রেখেছিলেন তিনি। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে হাসপাতালে তার কার্ডিয়াক পরীক্ষা করা হবে। আগুয়েরোর সাবেক দল ম্যানচেস্টার সিটিও টুইট করেছে। ক্লাবের সাবেক তারকার জন্য শুভ কামনা জানিয়ে তারা লিখেছে, ‘ম্যানচেস্টার সিটির সবাই আপনার দ্রুত সুস্থতার কামনা করছে, আগুয়েরো।’
রোনাল্ড কোম্যানকে অব্যাহতি দেওয়ার পর এটিই প্রথম ম্যাচ ছিল বার্সেলোনার। তবে অন্তর্বর্তীকালীন কোচে সের্হি বারজুয়ানের শুরুটা সুখকর হয়নি। হারাতে হয়েছে পয়েন্ট। সাবেক ম্যানচেস্টার ইউনাইট তারকা মেম্ফিস ডিপের গোলে এগিয়ে গিয়েও জয় তুলে নিতে পারেনি বার্সা। লুইস রিওজার গোলে ম্যাচ ড্র করে মাঠ ছাড়ে আলাভেস।
লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনার অবস্থান নবম। আগুয়েরো ছাড়াও এদিন ইনজুরিতে পড়েছেন তারকা ডিফেন্ডার জেরার্ড পিকে। ম্যাচের ৬৮ মিনিটে তিনি মাঠ ছেড়ে যান। আর আগে থেকেই ইনজুরিতে রয়েছেন ফ্রেঙ্কি ডি জং, আনসু ফাতি, মার্টিন ব্র্যাথওয়েট, সার্জিও রবার্তো, পেদ্রি, রোনাল্ড আরাউহো এবং উসমানে দেম্বেলে।