অনলাইন ডেস্ক, ৩১ অক্টোবর।। বিয়েবাড়িতে গান-বাজনা পছন্দ না হওয়ায় রেগে গিয়ে এলোপাথাড়ি গুলি চালায় নিজেদের তালেবান বলে দাবি করা তিন অতিথি। ওই ঘটনায় অন্তত তিন জনের মৃত্যু হয়। আহত আরও অন্তত ১০ জন।
আফগানিস্তানের নানগারহারের এই ঘটনায় তালেবান প্রশাসন দুজনকে গ্রেফতার করেছে। খোঁজ চলছে তৃতীয় জনেরও। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে নানগারহার প্রদেশের শামসপুর মার ঘুন্ডি গ্রামে।
তিন বন্দুকধারী নিজেদের তালেবান বলে পরিচয় দিয়ে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে সামিল হয়। কিন্তু বিয়েবাড়িতে যে গান বাজানো হচ্ছিল তা পছন্দ না হওয়ায় আচমকা গুলি চালায় তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আলাদা একটি ঘরে বাড়ির কমবয়সিরা গান চালাচ্ছিল।
সেখানেই তিন বন্দুকধারী ঢুকে পড়ে তাঁদের উপর এলোপাথাড়ি গুলি চালায়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তালেবান প্রশাসন অভিযুক্তদের মধ্য দুজনকে গ্রেফতার করে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ শনিবার বলেন, যারা অপরাধ করেছিল, তাদের গ্রেফতার করা হয়েছে। আর এক জনের খোঁজ চলছে। নিজেদের ব্যক্তিগত আক্রোশ মেটাতে গিয়ে তালেবানের নাম নিয়ে তালেবানের বদনাম করেছে তারা। তাদের শরিয়া আইনের মুখোমুখি হতে হবে।
তালেবান তাদের প্রথম শাসনামলে (১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত) আফগানিস্তানে গান-বাজনা নিষিদ্ধ করেছিল। তবে এবার তারা ক্ষমতায় এসে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি।