অনলাইন ডেস্ক, ৩০ অক্টোবর।। বলিউডের প্রবীণ ও জনপ্রিয় চরিত্রাভিনেতা ইউসুফ হোসেন আর নেই । শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
চিত্রপরিচালক হানসেল মেহতা শ্বশুরের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। তবে প্রবীণ এই অভিনেতা কীভাবে মারা গেলেন তা জানা যায়নি।
হানসেল মেহতা এদিন লেখেন, “শহীদ’ ছবির দুটি শিডিউলের শুটিং শেষ হয়েছিল। কিন্তু শুটিং এগিয়ে নিয়ে যাওয়ার মতো টাকা ছিল না। পরিচালক হিসেবে আমার ক্যারিয়ারও শেষ হতে বসেছিল। তখনই উনি এগিয়ে আসেন। বলেন, তার নাকি ফিক্সড ডিপোজিট আছে। আমার কষ্ট দেখতে পারবেন না। তখনই চেক লিখে হাতে ধরিয়ে দেন। শেষ হয় ‘শহীদ’-এর কাজ। ”
‘শহীদ’-এর সেরা পরিচালকের জাতীয় পুরস্কার পান হানসেল মেহতা, রাজকুমার রাও হন সেরা অভিনেতা।
এ পরিচালক আরও বলেন, “আমার কাছে শ্বশুর নন, উনি নিজের বাবাই ছিলেন। জীবনের যদি কোনো শারীরিক অস্তিত্ব থাকে, উনি তারই প্রতিভূ ছিলেন। আজ উনি চলে গেলেন। তবে আমি নিশ্চিত স্বর্গে গিয়ে প্রত্যেক নারীকে বলবেন তিনি দুনিয়ার সবচেয়ে সুন্দরী এবং পুরুষদের বলবেন তারাই সবচেয়ে হ্যান্ডসাম। ইউসুফ সাব আমার এই নতুন জীবন আপনারই দান। আজ আমি সত্যি সত্যি এতিম হয়ে গেলাম। জীবন আর আগের মতো হবে না। আমার উর্দুও ভালো হবে না। আর হ্যাঁ, আপনাকে ভীষণ ভীষণ ভালোবাসি। ”
ইউসুফ হোসেনের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিউডে। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন মনোজ বাজপেয়ি, পূজা ভাট, সঞ্জয় গুপ্তা, অভিষেক বচ্চনসহ অনেকে।
সিরিয়ালের পাশাপাশি একাধিক ছবিতেও অভিনয় করেছেন ইউসুফ হোসেন। ছবির তালিকায় রয়েছে রাইস, ধুম টু, দিল চাহতা হ্যায়, রাজ, শহীদ, ওএমজি ও কৃষ থ্রি। এ ছাড়া মোল্লা নাসিরুদ্দীণ, কুমকুম: এক পেয়ারা সা বন্ধন, সিআইডিসহ বেশ কিছু জনপ্রিয় টেলি সিরিয়ালে অভিনয় করেন।