অনলাইন ডেস্ক, ২৯ অক্টোবর।। জি ২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবার রোমে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সাথে বৈঠক করলেন পিএম মোদি।
দুই দেশের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে তাঁদের। দুদিনের ইতালি সফরে প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করবেন পোপ ফ্রান্সিসের সঙ্গে।
প্রধানমন্ত্রী জি ২০ সম্মেলনে বিশ্ব অর্থনীতি ও করোনা অতিমারীজনিত পরিবর্তিত পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন বলে পিএমও সূত্রে খবর।
এরপর তিনি স্কটল্যান্ডের গ্লাসগোতে ওয়ার্ল্ড লিডার্স সামিট অফ সিওপি-২৬- তে যোগদান করবেন। ৩১ অক্টোবর এই সামিটে যোগদান করবেন মোদি। আগামি ২রা নভেম্বর পর্যন্ত চলবে প্রধানমন্ত্রীর এই চলতি সফর।
সিওপি ২৬ এ সামিটে গ্লাসগোতে যে পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে তাতে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন রুখতে ভারতের ভূমিকার কথা তুলে ধরবেন। রোম সফরের প্রথম দিনে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
ইতালিতে ভারতের রাষ্ট্রদূত নিনা মালহোত্র জানিয়েছেন এই কথা। এর পর সে দেশের প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন মোদি। ১২ বছর পর কোন ভারতীয় প্রধানমন্ত্রী রোম সফরে গেলেন।
বিদেশমন্ত্রক সূত্রের খবর এবার জি ২০ সম্মেলনে আফগান পরিস্থিতি নিয়েও আলোচনা করতে পারেন অংশগ্রহনকারী রাষ্ট্রপ্রধানরা।