Marriage: ৭০০ বছর পুরোনো প্রাসাদে ডিসেম্বরেই বিয়ে করছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ

অনলাইন ডেস্ক, ৩০ অক্টোবর।। ডিসেম্বরেই বিয়ে করছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ— এ খবরকে দুই তারকা গুজব বললেও প্রতিদিনই সামনে আসছে নতুন নতুন তথ্য। বিয়ের ভেন্যু থেকে শুরু করে পোশাক, একে একে ফাঁস হয়ে যাচ্ছে সবই।

জানা গেছে, রাজস্থানে ৭০০ বছর পুরোনো প্রাসাদকেই বিয়ের ভেন্যু হিসেবে বেছে নিয়েছেন ভিকি ও ক্যাটরিনা।

বিয়ের অনুষ্ঠান হবে বারওয়ারার সিক্স সেন্স ফোর্টে। যে দুর্গকে অভয়ারণ্য ও হোটেলে রূপান্তরিত করা হয়েছে।

একটা সময় রাজস্থানের রাজ পরিবারের মালিকানা ছিল এই দুর্গের। তাদের মালিকানায় ছিল একটি প্রাসাদ ও দুটি মন্দির। এই তিনটি স্থাপত্যই দুর্গে অবস্থিত। এ প্রাসাদের ভাড়া আকাশছোঁয়া। রুমের অন্দরসজ্জার ওপর ভিত্তি করে বেশ কিছু তারতম্য রয়েছে। বেসিক রুমের প্রতি রাতের ভাড়া ৭৭ হাজার রুপি।

ট্যাক্স নিয়ে তা দাঁড়ায় ৯০ হাজারে। অন্যদিকে রাজা মান সিং স্যুটে, সবচেয়ে উন্নতমানের স্যুটের দাম প্রায় ৫ লাখ রুপি। প্রতিটা রুমের নিজস্ব ব্যালকনি রয়েছে। রয়েছে জাকুজি বাথটাব, নিজস্ব পুল।

মাস খানেক আগেই ক্যাটরিনার সঙ্গে ভিকির বাগদানের খবর ঘুরপাক খাচ্ছিল বলিউডে। সেই খবর এতটাই ছড়িয়ে পড়ে যে দুই অভিনেতার পিআর টিম থেকে বিবৃতির মাধ্যমে ঘোষণা করতে হয় যে, সবটাই মিথ্যা।

ভিকির ভাই সানিও এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, খবরটি যখন কানে আসে তখন ভিকি জিমে ছিলেন। শোনামাত্রই সবাই হাসিতে ফেটে পড়েন। ভিকি জিম থেকে ফিরতে তাকে নিয়ে ঠাট্টা করতে ভোলেননি বাবাও।

মজার ছলে তিনি নাকি ছেলেকে বলেছিলেন, ‘বাগদান যখন হয়েই গেছে তখন মিষ্টি খাওয়াও। ’ উত্তরে ভিকি জানিয়েছিলেন বাগদান যখন কল্পনায় হয়েছে তখন মিষ্টির কথাও মনে মনে ভেবে নিতে।

কিছুদিন আগেই এক টিভি অনুষ্ঠানে ক্যাটরিনার সঙ্গে ভিকির প্রেমের খবর ফাঁস করে দেন অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুর। এ নিয়ে বেশ নাখোশ হয়েছিলেন নায়িকা।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?