অনলাইন ডেস্ক, ৩০ অক্টোবর।। কেউ ভাবতে পারেনি হলিউডের বড় বড় অভিনেতার সঙ্গে টম হল্যান্ডের মতো তরুণ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে পাকা স্থান করে নিতে পারবে। কিন্তু ২০১৬ সালে ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ দিয়ে জানান দেন, অনেক কিছুই দেখানোর আছে তার।
এখন শোনা যাচ্ছে, এমসিইউ’র সফল এ যাত্রা থেকে বিদায় নিতে চলেছেন টম। একক ছবি ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ হয়তো শেষবার স্পাইডির পোশাক গায়ে তুলবেন।
‘সিভিল ওয়ার’-এর পর ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’সহ একাধিক ছবিতে ধরা দেন টম। এর ফাঁকে মুক্তি পায় একক সিনেমা ‘হোমকামিং’ ও পরে ‘ফার ফ্রম হোম’। আর সামনে আসতে যাচ্ছে ‘নো ওয়ে হোম’।
স্পাইডার-ম্যান সিরিজের তিনটি কিস্তির জন্য চুক্তি ছিল অভিনেতার সঙ্গে। সে সূত্রে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সামনে টিনেজ সুপারহিরো চরিত্রে তাকে দেখা যাবে তো?
টম হল্যান্ড বা স্টুডিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে অভিনেতা ঘনিষ্ঠদের জানিয়েছেন, অনেকটা ট্রিলজির মতো ছিল ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজি। ‘নো ওয়ে হোম’ নির্মাণ সমাপ্ত হলে তারা শেষ ছবির মতো করেই উদ্যাপন করেছেন। এ ছাড়া স্টুডিও তার সঙ্গে নতুন করে কোনো চুক্তি করেনি। ‘স্পাইডার-ম্যান’-এ যুক্ত হওয়ার পর এই প্রথম তিনি কারো সঙ্গে চুক্তিতে নেই।
সঙ্গে যোগ করেন, সামনে যদি সিরিজটি বহাল থাকে। তবে সেটি অবশ্য নতুন কোনো সংস্করণ হতে যাচ্ছে। সেটা কোনোভাবেই ‘হোমকামিং’ ট্রিলজির অংশ নয়। যেখানে সবকিছু বদলে যাবে।
‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ মুক্তি পাবে সামনের ১৭ ডিসেম্বর।