অনলাইন ডেস্ক, ৩০ অক্টোবর।। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও পাওয়ার-প্লে’তে রানের দেখা পেয়েছিল শ্রীলঙ্কা। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ ওভারে তারা সংগ্রহ করতে পারে ৩৯ রান।
তার মধ্যে দলীয় ২০ রানে হারায় কুশল পেরেরাকে (৭)। লঙ্কান ওপেনারকে বোল্ড করেন এনরিখ নর্তশে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৬০ রান করেছে লঙ্কানরা। ব্যাটিংয়ে আছেন ওপেনার পাথুম নিশানকা (২৮) ও চারিথ আসালাঙ্কা (২০)।
শনিবার বিকেল শারজায় টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠায় দ.আফ্রিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে দুই দলের জয় প্রয়োজন।
সুপার টুয়েলভের ‘এ’ গ্রুপে দুই দল এর আগে দুই ম্যাচের মধ্যে এক জয়ের পাশাপাশি হেরেছে এক ম্যাচ।