অনলাইন ডেস্ক, ৩০ অক্টোবর।। গোটা বিশ্বকে থমকে দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাসের (কভিড-১৯) উৎস হয়তো কখনো শনাক্ত করা সম্ভব হবে না। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এমনটাই মনে করছে বলে শনিবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
করোনাভাইরাস প্রাণী থেকে মানুষে সংক্রমিত হয়েছে না কি গবেষণাগার থেকে ছড়িয়ে পড়েছে- সে সম্পর্কে শুক্রবার নিজেদের পর্যালোচনার একটি নতুন ও বিশদ প্রতিবেদন প্রকাশের পর এ মন্তব্য করেছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো।
ইউএস ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের (ওডিএনআই) অফিস প্রতিবেদনে বলেছে, মানুষ প্রথমবার প্রাকৃতিক উৎস থেকে করোনায় সংক্রমিত হয়েছে বা গবেষণাগার থেকে সংক্রমিত হয়েছে- দু’টি অনুমানই যুক্তিযুক্ত।
তবে কোনটি ঘটার সম্ভাবনা বেশি বা এর কোনো নির্দিষ্ট মূল্যায়ন আদৌ করা যায় কিনা- সে বিষয়ে বিশ্লেষকরা একমত নন বলে এতে বলা হয়।
করোনাভাইরাস একটি জৈব অস্ত্র হিসেবে উদ্ভূত হয়েছিল বলে যে অনেকে ধারণা করেন, সেটিও ঠিক নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়, সংক্রমিত কোনো প্রাণী বা সম্পর্কিত ভাইরাস থেকে করোনা ছড়িয়েছে, এমন তথ্যের বিষয়ে চারটি মার্কিন গোয়েন্দা সংস্থা এবং একটি বহু-এজেন্সি সংস্থার ‘সামান্য আস্থা’ আছে।
তবে একটি সংস্থা বলেছে, তাদের ‘মোটামুটি আস্থা’ আছে যে, প্রথম মানব কভিড-১৯ সংক্রমণ সম্ভবত একটি পরীক্ষাগার দুর্ঘটনার ফলাফল।
চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির পরীক্ষা বা প্রাণী পরিচালনার সঙ্গে এর যোগসূত্র থাকতে পারে বলে তাদের সন্দেহ।
এদিকে প্রতিবেদনের সমালোচনা করে ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ এক ই-মেইল বার্তায় বলেন, ‘কভিড-১৯ এর উৎপত্তি খুঁজে বের করার জন্য বিজ্ঞানীদের পরিবর্তে গোয়েন্দাদের ওপর নির্ভর করার মার্কিন উদ্যোগ পুরোপুরি রাজনৈতিক প্রহসন। ’