স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ৩০ অক্টোবর।।
কৈলাসহর আর.কে.আই. বিদ্যালয়ের সামনে গতকাল দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে শিবাজী সেনগুপ্ত নামের এক যুবক এবিভিপি ছাত্র সংগঠনের সদস্য মারাত্মক ভাবে আক্রান্ত হয়।
প্রথমে তাকে জেলা হাসপাতালে পাঠানো হয় এবং পরে তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। শিবাজী সেনগুপ্ত বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান দাস আজ আক্রান্ত যুবকের পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দোষীদের শাস্তির জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। আহত শিবাজী সেনগুপ্তের দ্রুত সুস্থতা কামনা করেন মন্ত্রী ভগবান দাস।