অনলাইন ডেস্ক, ২৯ অক্টোবর।। বিরাট কোহলির কাছ থেকে আরো একটি বিশ্ব রেকর্ড ছিনিয়ে নিলেন বাবর আজম। কোহলিকে ছাপিয়ে অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে ১ হাজার রানের কীর্তি এখন বাবরের।
শুক্রবার দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের ম্যাচে এই কীর্তি গড়েন পাকিস্তান অধিনায়ক বাবর।
২৬ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন বাবর। ভারত অধিনায়ক কোহলি এই কীর্তি গড়তে সময় নিয়েছিলেন ৩০ ইনিংস।
এর আগে বছরের শুরুতে দ্রুততম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ২ হাজার পূরণ করেন বাবর। পাকিস্তান অধিনায়ক সময় নেন ৫২ ইনিংস। আগে যে রেকর্ড ছিল কোহলির।
গত ৩ অক্টোবর ক্রিস গেইলের রেকর্ড ভেঙে সব ধরনের টি-টোয়েন্টি মিলে দ্রুততম ব্যাটার হিসেবে ৭ হাজার রান করেন বাবর।