অনলাইন ডেস্ক, ২৮ অক্টোবর।। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক তার কর্পোরেট নাম বদলে ফেলল। প্রতিষ্ঠানটির নতুন নাম এখন- ‘মেটা’। বৃহস্পতিবার রাতে ফেইসবুকের সিইও মার্ক জাকারবার্গ এই ঘোষণা দেন।
কোম্পানির বার্ষিক হার্ডওয়্যার ইভেন্ট ‘কানেক্ট’-এ জাকারবার্গ বলেন, ‘এখন থেকে আর মূল পরিচয় ফেইসবুক নয়, আমাদের প্রথম পরিচয় মেটা হতে যাচ্ছি। ’তবে মেটার অধীনে ফেইসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটঅ্যাপের নাম আগের মতোই থাকছে।
সম্প্রতি ব্যবহারকারীদের নিরাপত্তায় ঘাটতিসহ নানা বিষয়ে সমালোচনার শিকার হয়েছে ফেইসবুক। এর পরিপ্রেক্ষিতে নতুন করে ব্র্যান্ডিংয়ের জন্য নাম পরিবর্তন।
প্রতিষ্ঠানটি বলছে এই সিদ্ধান্ত তাদের সেবার মান আরো বৃদ্ধি করবে। জাকারবার্গ বলেন, ‘আমরা এখন এই প্রতিষ্ঠানকে বিশাল ভার্চুয়াল প্রতিষ্ঠান হিসেবে দেখছি। ’
প্রসঙ্গত, ২০১৫ ইন্টারনেট ও সফটওয়ার সেবাদানকারী কোম্পানি গুগল তার প্রাতিষ্ঠানিক নাম পরিবর্তন করে আলফাবেট করে।