অনলাইন ডেস্ক,২৮ অক্টোবর।। দক্ষিণ আফ্রিকার পর শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই জয় তুলে নিল অস্ট্রেলিয়া। একই সঙ্গে জানান দিল, টুর্নামেন্টে শিরোপার অন্যতম দাবিদার তারা।
দুবাইয়ে বৃহস্পতিবার সুপার টুয়েলভ পর্বে গ্রুপ-১ এর ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে অজিরা। লঙ্কানদের দেওয়া ১৫৫ রানের লক্ষ্য ৩ ওভার হাতে রেখেই ছুঁয়ে ফেলে অ্যারন ফিঞ্চের দল।
এদিন দুর্দান্ত ব্যাট করেছেন ডেভিড ওয়ার্নার। ৪২ বলে ৬৫ রানের ইনিংসে দলকে সহজ জয়ের পথে নিয়ে যান তিনি। ১৫তম ওভারে যখন দাসুন শানাকার শিকার হন ওয়ার্নার, তখন জয় থেকে মাত্র ২৫ রান দূরে অজিরা।
স্টিভেন স্মিথ ২৬ বলে অপরাজিত ২৮ ও মার্কাস স্টয়নিস ৭ বলে অপরাজিত ১৬ রানের ইনিংসে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
আসরে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া। দুই ম্যাচের দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ-১ এ দ্বিতীয় স্থানে অবস্থান করছে তারা। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড।
শ্রীলঙ্কা সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল। দুই ম্যাচে একটি করে জয় ও হারে গ্রুপে তাদের অবস্থান চতুর্থ।
শ্রীলঙ্কা ৬ উইকেটে ১৫৪ রান করার পর স্লো পিচে রানটিকে চ্যালেঞ্জিংই মনে হচ্ছিল। তবে ওয়ার্নার ও অধিনায়ক ফিঞ্চের ব্যাটে অজিদের দারুণ শুরুতে সংগ্রাম করতে হয়েছে লঙ্কান বোলারদের। ফিঞ্চ ২৩ বলে ৩৭ রান করেন। উদ্বোধনী জুটিতে ৬.৫ ওভারে ৭০ রান তুলে অস্ট্রেলিয়া।
টস হেরে ব্যাট করতে নেমে চারিথ আশালাঙ্কা (৩৫) ও কুশল পেরেরার (৩৫) ব্যাটে বড় স্কোরের ইঙ্গিত দিচ্ছিল লঙ্কানরা। প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৭৯ রান তুলে দলটি। তবে অ্যাডাম জাম্পার বোলিংয়ে বড় স্কোরের সুযোগ লাগাতে ব্যর্থ হয় লঙ্কানরা। একপর্যায়ে ৯৫ রানে ৫ উইকেটে পরিণত হয় দলটি। শেষ দিকে ভানুকা রাজাপক্ষের ২৬ বলে অপরাজিত ৩৩ রানে দেড় শ পেরোয় দলটি।
জাম্পা ৪ ওভার বোলিংয়ে মাত্র ১২ রান খরচায় ২ উইকেট নেন। প্যাট কামিন্স ও মিচেল স্টার্কও পেয়েছেন ২টি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন জাম্পা।
শনিবার ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। একই দিন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে শ্রীলঙ্কা।