অনলাইন ডেস্ক, ২৮ অক্টোবর।। ৪ নভেম্বর ‘বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোন’ জিওফোন নেক্সট বাজারে আনতে চলেছে ভারতের শীর্ষধনী মুকেশ আম্বানির কোম্পানি। গত সেপ্টেম্বরেই এই ফোন বাজারে আসার কথা থাকলেও পরে ডেট পিছিয়ে দিয়েছিল জিও। বিশ্বব্যাপী স্মার্টফোন যন্ত্রাংশের ঘাটতির জন্যই এই ফোন লঞ্চ পিছিয়ে দিতে বাধ্য হয়েছিল জিও। অবশেষে নতুন এই ফোন সম্পর্কে একাধিক নতুন তথ্য প্রকাশ্যে নিয়ে এল মুম্বাইয়ের কোম্পানিটি।
কোম্পানির তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এই ফোনের জন্য বিশ্বমানের অপারেটিং সিস্টেম প্রগতি ওএস শুধুমাত্র ভারতের গ্রাহকদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে’।
কোম্পানি জানিয়েছে, ‘জিও ও গুগলের সেরা মস্তিষ্কদের সমন্বয়ে এই অপারেটিং সিস্টেম আত্মপ্রকাশ করতে চলেছে। সকলের প্রগতির কথা বিবেচনা করেই ডিজাইন হয়েছে এই অপারেটিং সিস্টেম। খুব কম দামে এই ফোনে দুর্দান্ত অভিজ্ঞতা পাওয়া যাবে’।
কোম্পানি জানিয়েছে, ‘ভারতে তৈরি এই ফোন শুধু ভারতের জন্যই তৈরি’।
জিওফোন নেক্সট ফোনে ব্যবহার হচ্ছে কোয়ালকমের তৈরি প্রসেসর। এই ফোনে দুর্দান্ত পারফর্মেন্স ও ব্যাটারি ব্যাক আপের জন্য বিশেষ অপটিমাইজেশন ব্যবহার হয়েছে।
জিওফোন নেক্সট-এর পিছনে থাকছে একটি ক্যামেরা। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এই ক্যামেরা অ্যাপে রয়েছে বিভিন্ন মোড।
কম আলোতে ছবি তোলার জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার হয়েছে। বিভিন্ন অগমেন্টেড রিয়েলিটি ফিল্টার সহ এই ফোনের ক্যামেরা অ্যাপ ব্যবহার করা যাবে।
জিওফোনে নেক্সট ফোনে থাকবে ৫ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে। ফোনের পিছনে একটি মাত্র ক্যামেরার সঙ্গেই থাকছে এলইডি ফ্ল্যাশ।
জিওর নতুন বাজেট স্মার্টফোন গ্রাহকরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এছাড়াও থাকছে গুগল প্লে প্রোটেক্টের সুরক্ষা।
এই ফোনে নিয়মিত সফটওয়্যার আপডেট পাঠাবে গুগল। এই জন্য গুগলের সঙ্গে হাত মিলিয়েছে জিও। এছাড়াও গ্রাহকরা পাবেন সিকিউরিটি আপডেট।
জিওফোন নেক্সট-এ থাকছে গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। এই অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কণ্ঠস্বরের মাধ্যমেই ফোনের বিভিন্ন কাজ করে নেওয়া যাবে।
এই ফোনে রয়েছে বিশেষ ট্রান্সলেশন ফিচার। এই ফিচার ব্যবহার করে স্ক্রিনের যে কোন লেখা অনুবাদ করে নেওয়া সম্ভব হবে।