স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ অক্টোবর।। রাজ্যের অর্থনৈতিক বিকাশে ভূমিকা রয়েছে ব্যবসায়ীদের। গতানুগতিক ব্যবসার পাশাপাশি ভোকাল ফর লোকাল ভাবনায় প্রয়োজন উদ্ভাবনী দৃষ্টিভঙ্গিতে ব্যবসায়িক ক্ষেত্রে নতুন পালক সংযোজন।
আজ রাজধানীর একটি বেসরকারি হোটেলে ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের অনুষ্ঠানে সংগঠনের প্রয়াত তিনজন প্রতিষ্ঠাতা সদস্যকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। তার পাশাপাশি সংগঠনের বরিষ্ঠ সদস্য সাধন চৌধুরী সহ রাজ্যের বিভিন্ন ব্যবসায়ীদের সংবর্ধনা জানানো হয়।
কোভিড অতিমারীর সময়ে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য বেশ কয়েকজনকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে তৈরি হওয়া স্বনির্ভর মানসিকতার ফলশ্রুতিতে নতুন প্রজন্ম এখন উদ্ভাবনী ভাবনায় ও আত্মনির্ভরতার লক্ষ্যে বর্তমান প্রজন্মের মধ্যে ব্যবসায়িক ঝোঁক বৃদ্ধি পাচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, কোভিড পরিস্থিতিতে বাজারের ভারসাম্য বজায় রাখতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এ রাজ্যের ব্যবসায়ীগণ। অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, ব্যবসায়িক কর্মধারার মাধ্যমে অধিক সংখ্যায় মানুষের সঙ্গে সংযোগ স্থাপন সম্ভব।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়, খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, বাংলাদেশ হাইকমিশনের সহকারি হাইকমিশনার ভুডুবায়েদ হোসেন, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তুষার চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুজিত রায় প্রমুখ।