স্টাফ রিপোর্টার, সাব্রুম, ২৮ অক্টোবর।।
পেট্রোল, ডিজেল সহ অত্যাবশ্যকীয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাব্রুম কলাছড়াতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করলো ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন৷
বৃহস্পতিবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৩৯নং মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রভাত চৌধুরী সহ অন্যান্য বাম নেতৃত্ব৷
দীর্ঘ সময় ধরে চলে এই চাক্কা জ্যাম কর্মসূচি৷ সড়ক অবরোধ চলার কয়েক ঘণ্টা পর অবরোধস্থলে উপস্থিত হন সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক লালহীম মলসুম এবং বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে থাইলিকতৈসা কমিউনিটি হলে নিয়ে যায়৷
এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাসক দল বিজেপি’র বুথ কমিটির সদস্য ফুলেন্দ্র ত্রিপুরা এবং আইপিএফটি নেতা সঞ্জীব ত্রিপুরা৷
এছাড়াও বিজেপি এবং আইপিএফটি থেকে আরো ১৬জন দলত্যাগ করে এদিন বামেদের এই কর্মসূচিতে যোগদান করেন বলে জানান বিধায়ক প্রভাত চৌধুরী৷ এদিনের এই কর্মসূচিতে মোট ১২৩ জনের মতো বাম যুবা কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে বলে খবর৷