অনলাইন ডেস্ক, ২৯ অক্টোবর।। এক ব্রিটিশ গবেষণায় দেখা গেছে, টিকা নেওয়া ব্যক্তিদের কাছ থেকেও তার পরিবারে করোনাভাইরাস ছড়াতে পারে। পরিবারের অন্যরা যদি টিকা নিয়ে থাকেন, তবে সংক্রমিত হওয়ার আশঙ্কা কম।
উচ্চ সংক্রমণের ভারতীয় ধরন ডেল্টা কীভাবে টিকা নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রেও ছড়াতে পারে— এ ছিল বৃহস্পতিবার প্রকাশিত ইম্পিরিয়াল কলেজ লন্ডনের ওই গবেষণার বিষয়।
টিকা নেওয়ার মাধ্যমে গুরুতর অসুস্থতা এড়ানো সম্ভব, এ যুক্তিকে খারিজ করছেন না গবেষকেরা। সঙ্গে বুস্টার ডোজের প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা।আরও দেখেছেন, টিকা না দেওয়া ব্যক্তিদের তুলনায় টিকাপ্রাপ্তরা দ্রুত সেরে ওঠে।
গবেষণার সহ-লেখক আনিকা সিঙ্গানায়াগাম জানান, কভিডের সংস্পর্শে আসা ব্যক্তিদের বারবার নমুনা পরীক্ষা করে দেখা যায়, টিকা নেওয়া ব্যক্তিরা পরিবারের মধ্যে আক্রান্ত হতে পারেন এবং নিজেরাও ছড়াতে পারেন।
আরও বলেন, সবচেয়ে বেশি টিকা নেওয়া দেশসহ সারা বিশ্বের ডেল্টা কেন দ্রুত ছড়িয়ে পড়েছে এ গবেষণার মাধ্যমে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
গবেষণায় ৬২১ জন অংশগ্রহণ করে। যেখানে পরিবারের মধ্যে আক্রান্ত হয়েছেন ২০৫ জন। টিকা নেওয়া ২৫ শতাংশের বিপরীতে টিকা নেননি এমন ৩৮ শতাংশের ক্ষেত্রে করোনা পজিটিভ এসেছে।
টিকাপ্রাপ্তদের মধ্যে যাদের পজিটিভ এসেছে তারা নেগেটিভ ফলাফলপ্রাপ্তদের তুলনায় আগে টিকা নিয়েছেন। গবেষণায় দেখা যায়, টিকার প্রতিরোধ ক্ষমতা দ্রুত হ্রাস পায়।
এমনকি হার্ড ইমিউনিটিও দীর্ঘস্থায়ী কিছু নয়। এ প্রসঙ্গে বুস্টার ডোজের পরামর্শ দেন গবেষকেরা।