অনলাইন ডেস্ক, ২৯ অক্টোবর।। তালেবানের ক্ষমতা দখলের পর গুরুতর মানবিক সংকটের মুখোমুখি হওয়া আফগানিস্তানের জনগণের জন্য ১৪৪ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টনি ব্লিঙ্কেন এই ঘোষণা দেন।
এই অর্থ জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম), এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (আইওএম) সহ স্বাধীন আন্তর্জাতিক এবং বেসরকারি মানবিক সংস্থাগুলোকে দেওয়া হবে, যারা আফগানিস্তানে কাজ করবে।
এই তহবিল থেকে প্রতিবেশী দেশগুলিতে থাকা আফগান শরণার্থী সহ ১ কোটি ৮০ লাখেরও বেশি দরিদ্র আফগান নাগরিককে সরাসরি সহায়তা দেওয়া হবে।
এই অর্থ সহ আফগানিস্তানে এবং প্রতিবেশী দেশগুলোতে আফগান উদ্বাস্তুদের জন্য মোট আমেরিকান মানবিক সহায়তা ২০২১ সালে প্রায় ৪৭৪ মিলিয়ন ডলারে গিয়ে দাঁড়াবে। যা বিদেশি কোনো জাতির পক্ষ থেকে আফগানদের জন্য সবচেয়ে বড় পরিমাণের অর্থ সহায়তা।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী বলেন, এই মানবিক সহায়তা শুধু আফগানিস্তানের জনগণের জন্য, তালেবানদের জন্য নয়। তালেবানরা সাহায্য পেতে চাইলে আগে তাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করতে হবে।