স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ অক্টোবর।।
৫১ পয়সা বেড়ে বৃহস্পতিবার আগরতলায় পেট্রোলের মূল্য দাঁড়াল ১০৮ টাকা ৬৯ পয়সায়৷ অন্যদিকে ডিজেলের দাম ৬১ পয়সা বেড়ে এদিন ছিল ১০১ টাকা ২৮ পয়সায়৷
সঙ্গে চলতিমাসে এলপিজি গ্যাস সিলিন্ডার প্রতি এক হাজার ৬০ টাকা ৫০ পয়সা টাকা করে নেওয়া হচ্ছে৷ জ্বালানি তেল ও রান্নার গ্যাসের মূল্য প্রতিদিনই বেড়ে চলছে৷ বুধবার রাজ্যে পেট্রোলের মূল্য ছিল ১০৮ টাকা ১৮ পয়সা৷
বৃহস্পতিবার তা বেড়ে ১০৮ টাকা ৬৯ পয়সায় দাঁড়ায়৷ রাজ্যের দক্ষিণ জেলায় সর্বোচ্চ পেট্রোলের দাম নেওয়া হয় ১০৯ টাকা ৪২ পয়সা৷ অন্যদিকে উত্তর ত্রিপুরা জেলায় ছিল ১০৭ টাকা ২৬ পয়সা৷ এদিকে বুধবার পর্যন্ত রাজধানীতে ডিজেলের দাম ছিল ১০০ টাকা ৭৭ পয়সা৷
বৃহস্পতিবার আরো ৬১ পয়সা বৃদ্ধি পায়৷ যদিও উত্তর ত্রিপুরা জেলায় এখনো ডিজেল ১০১ টাকার নিচে চলছে৷ বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলায় ডিজেল প্রতি লিটার ছিল ৯৯ টাকা ৯৫ পয়সা৷ অন্যদিকে দক্ষিণ ত্রিপুরা জেলায় ডিজেল প্রতি লিটার ছিল ১০১ টাকা ৯৬ পয়সা৷
এই হিসাব সাধারণ পেট্রোল ও ডিজেলের মূল্য৷ এছাড়াও রাজ্যে এক্সট্রা প্রিমিয়াম ও এইচপি প্রিমিয়াম দুটি আলাদা ব্র্যান্ডের পেট্রোল, ডিজেল বিক্রি হয়৷ সেগুলি সাধারণ পেট্রোল, ডিজেলের তুলনায় দু’এক টাকা বেশি হয়ে থাকে৷
পেট্রোল, ডিজেলের মূল্যে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস অবস্থা৷ আগামীতে এই মূল্যবৃদ্ধির ছেঁকা সাধারণের গায়েও লাগবে৷ ইতিমধ্যে সাধারণ পরিবহণ কর্মীরা ভাড়া বৃদ্ধির দাবি তুলেছে৷