অনলাইন ডেস্ক, ২৯ অক্টোবর।। ফ্রেঞ্চ লিগ ওয়ানে একচ্ছত্র আধিপত্য পিএসজির। সেই শক্তি তারা আরও বাড়িয়েছে লিওনেল মেসি-আশরাফ হাকিমিদের মতো তারকাদের দলে ভিড়িয়ে। এছাড়া পার্ক দে প্রিন্সেসে আগে থেকেই ছিলেন নেইমার-কিলিয়ান এমবাপ্পেরা। কিন্তু তা সত্ত্বেও গত মৌসুমে শিরোপা হাতছাড়া হয়ে যায় পিএসজির।
ফরাসি জায়ান্টদের চেয়ে এক পয়েন্ট এগিয়ে থেকে ২০২০/২১ মৌসুমের লিগ ওয়ান জেতে লিলে। শুক্রবার ঘরের মাঠে সেই চ্যাম্পিয়নদের আতিথেয়তা দেবে মাউরিসিও পচেত্তিনোর দল।
গত মৌসুমে যেসব খেলোয়াড় লিলেকে শিরোপা জেতাতে সাহায্য করেছিলেন তাদের অনেকেই ক্লাব ছেড়ে চলে গেছেন। যার ফলে আগের শক্তিতে নেই ছয়বারের লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।
চলতি মৌসুমে ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার দশে লিলে। যেখানে সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে শিরোপা পুনরুদ্ধারে নামা পিএসজি।
তারপরও প্যারিসে লিলের বিপক্ষে মাঠে নামার আগে স্বস্তিতে নেই কোচ পচেত্তিনো। একে তো চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচ, তার মধ্যে আক্রমণভাগের অন্যতম তারকা এমবাপ্পেকে পাচ্ছেন না পিএসজি। নাক, কান ও গলায় (ইএনটি) সংক্রমণের কারণে এই ম্যাচে ফরাসি ফরোয়ার্ড থাকছেন না।
লিলের বিপক্ষে দলের সেরা তারকা মেসিকে পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে। মাংসপেশিতে ভালো বোধ করছেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড। মেসি ছোটখাটো চোটে ভুগছেন বলেও জানিয়েছে বেশ কয়েকটি গণমাধ্যম। চোটের কারণে লিলের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনেও ছিলেন না তিনি।
লিলের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ পচেত্তিনো জানান, মাংসপেশিতে সামান্য চোট পেয়েছেন মেসি। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ড মাঠে নামতে পারবেন বলে আশাবাদী তিনি।