স্টাফ রিপোর্টার, খোয়াই, ২৯ অক্টোবর।। আসন্ন পুর নির্বাচনে খোয়াই পুর পরিষদে মোট ওয়ার্ড রয়েছে ১৫টি। মোট ভোটার রয়েছেন ১৩ হাজার ৯৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬৮৭৮ জন ও মহিলা ভোটার রয়েছেন ৭,০৬৩ জন। পুর এলাকার ১৫টি ওয়ার্ডে মোট ১৫টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে।
এর মধ্যে ১নং ওয়ার্ডের পুর্ণিমা হাইস্কুল (সাউথ) ভোট গ্রহণ কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৮৭৩ জন। ২ নং ওয়ার্ডের পূর্ণিমা হাইস্কুলে (ওয়েষ্ট উইং) ভোট গ্রহণ কেন্দ্রে ১৮৯ ভোটার রয়েছেন, ৩নং ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভোট গ্রহণ কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৯২৮ জন। ৪নং ওয়ার্ডের শৈশব অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভোট গ্রহণ কেন্দ্রে ভোটার রয়েছেন ১৯৮১ ওরাডের হরকুমার জন।
৫নং ওয়ার্ডের খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের (নর্থ উইং) ভোট গ্রহণ কেন্দ্রে ভোটার রয়েছেন ৮৬২ জন, ৬নং ওয়ার্ডের খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের (ইষ্ট উইং) ভোট গ্রহণ কেন্দ্রে মোট ভোটার ৮০৮ জন। ৭নং ওয়ার্ডের আনন্দনীড় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভোট গ্রহণ কেন্দ্রে মোট ভোটার ৯০৩ জন। ৮নং ওয়ার্ডের থালছড়া বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় (ইউ উইং) কেন্দ্রে মোট ভোটার ৯৩৬ জন। ৯ নং ওয়ার্ডের জীবনানন্দ বিদ্যামম্পির জেবি স্কুলে ভোট গ্রহণ কেন্দ্রে মোট ভোটার ৮৮৯ জন।
১০ নং ওয়ার্ডের জ্বালছড়া বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় (ওয়েট উইং) ভোট গ্রহণ কেন্দ্রে ১,০৩২ জন ভোটার রয়েছেন। ১১নং ওয়ার্ডের অফিসটিলা হাই স্কুল (ওয়েষ্ট উইং) ভোট গ্রহণ কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৯৮১ জন। ১২ নং ওয়ার্ডের অফিসটিলা হাই স্কুল (সাউথ উইং) ভোট গ্রহণ কেন্দ্রে মোট ভোটার ৮৩৩ জন। ১৩ নং ওয়ার্ডের খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় (ওয়েষ্ট উইং) ভোট কেন্দ্রে ভোটার রয়েছেন ৯৩৯ জন।
১৪ নং ওয়ার্ড সুকান্ত স্মৃতি বিদ্যানিকেতন বালিকা এস বি বিদ্যালয়ে ভোট গ্রহণ কেন্দ্রে মোট ভোটার ১,০৭৬ জন ও ১৫নং ওয়ার্ডের খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের (ওয়েস্ট উইং) ভোট গ্রহণ কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৯১১ জন। খোয়াই মহকুমা শাসক কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।