অনলাইন ডেস্ক,২৮ অক্টোবর।। ক্রিস মরিস জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার হয়ে তার ক্যারিয়ার শেষের পথে। এখন কেবল ঘরোয়া ক্রিকেট ও টি-টোয়েন্টি লিগের দিকে মনোযোগ দিচ্ছেন তিনি।
৩৪ বছর বয়সী অলরাউন্ডার জানান, আনুষ্ঠানিক অবসরের ঘোষণা এখনই দিচ্ছেন না তিনি। তবে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে তার অবস্থান স্পষ্ট করেছেন। বোর্ডও এই বিষয়ে সচেতন যে, মরিস আর কখনো প্রোটিয়াদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না।
ক্রীড়া ভিত্তিক ওয়েবসাইট স্পোর্টকিড়াকে বলেন, ‘দক্ষিণ আফ্রিকার হয়ে আমার খেলোয়াড়ি জীবন শেষ। আমি আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেওয়ার মতো লোক নই। তারা জানে আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমি জানি আমি কোথায় দাঁড়িয়ে। তবে সিএসএ’র হয়ে আমার দিন শেষ। আমি মনে করি, তারা এটা জানে। ’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণার কেন দিচ্ছেন না, এমন প্রশ্নের জবাাবে মরিস বিষয়টিকে ‘ব্যক্তিগত পছন্দ’ হিসেবে যুক্তি দেন।
দ.আফ্রিকার হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটে খেলেছেন মরিস। ২০১২ সালে জাতীয় দলে অভিষেক হওয়ার পর ৪ টেস্ট, ৪২ ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টিতে মাঠে দেখা গেছে তাকে।
প্রোটিয়াদের হয়ে মরিসকে সর্বশেষ দেখা গেছে ইংল্যান্ডে হওয়া ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে।
সম্প্রতি তিনি সদ্য শেষ হওয়া আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। আইপিএল ইতিহাসে সব থেকে দামি ক্রিকেটার মরিস। আসরের ১৪তম সংস্করণের আগে নিলামে ১৬.২৫ কোটি টাকায় রাজস্থান রয়্যালস কিনে নেয় অলরাউন্ডারকে।