অনলাইন ডেস্ক, ২৭ অক্টোবর।। গত ২৫ দিন ধরে জেল হেফাজতে আরিয়ান। আরিয়ানের চিন্তায় রাতের নির্ঘুম রাত পার করেছে শাহরুখ-গৌরি। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শাহরুখ খানের একটি ছবি। সেখানে কান্নায় ভেঙে পড়া এক বাবাকে দেখা যাচ্ছে।
চোখের নিচে কালি, লাল হয়ে ফুটেছে চোখ, মুখভর্তি কাঁচা-পাকা দাঁড়ি, এলোমেলো চুল- পুরোদস্তুর বিধ্বস্ত শাহরুখ খান। এমন শাহরুখকে দেখতে অভ্যস্ত নয় তার ভক্তরা। ভাইরাল ছবিতে গাড়ির ভেতর বসা কিং খান লেন্সবন্দি হয়েছেন। আর্থার রোড জেলে আরিয়ানের সঙ্গে দেখা করে ফেরার পর শাহরুখের এই ছবি তোলা হয়েছে বলে প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
শাহরুখের এই ছবিটা সাম্প্রতিক সময়ের নয়, ২০১৭ সালের। সেই সময় আলিয়া ভাটের জন্মদিনের পার্টিতে যাওয়ার সময় চিত্র সাংবাদিকদের লেন্সেবন্দি হয়েছিলেন। ছবি তোলার সময় শাহরুখের গাড়ির সামনে হুমড়ি খেয়ে পড়েন চিত্র সাংবাদিক, এর জেরে চোটও লাগে তার। তবে চোখের তলার কালি কিংবা কান্নার ছাপ বোঝাতে চোখ লাল করবার মতো বিষয়গুলো ফটোশপের সাহায্যে করা হয়েছে।