Snatched: জিবি হাসপাতালে পেটে পাথরের চিকিৎসা করাতে এসে ছিনতাইবাজের কবলে এক ব্যক্তি

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৭ অক্টোবর।। রাজ্যের প্রধান জিবি হাসপাতালে বাড়ছে চুরি ছিনতাইয়ের ঘটনা৷ অভিযোগ প্রায় প্রতিদিন হাসপাতালে কোন না কোন রোগী এবং তাদের আত্মীয়পরিজন ছিনতাইয়ের খপ্পরে পড়ে টাকা পয়সা এবং মোবাইল খোয়াচ্ছেন৷

বুধবারও জিবি হাসপাতালে এসে ছিনতাইবাজের কবলে পড়েছেন টাকারজলা এলাকার শুক্রমণি দেববর্মা নামের এক ব্যক্তি৷ শুক্রমণি দেববর্মার অভিযোগ তিনি জিবি হাসপাতালে এসেছিলেন পরিবারের এক সদস্যের পেটের পাথরের চিকিৎসা করাতে৷

সকালে এসে তিনি ইসিজি করানোর জন্য লাইনে দাঁড়িয়েছিলেন৷ তখনই ছিনতাইবাজরা তার কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করে ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে যায় বলে অভিযোগ৷ ঘটনার পর শুক্রমণি দেববর্মা জিবি ফাঁড়ি থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন৷

কিন্তু পুলিশ তেমন কোন ভূমিকা নেয়নি বলে অভিযোগ৷ এই প্রসঙ্গে আরো উল্লেখ্য জিবি হাসপাতালে ক্রমবর্ধমান এসব চুরি এবং ছিনতাইয়ের ঘটনায় একাংশ বেসরকারি গার্ড এবং কয়েকজন সাফাই কর্মী জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে৷

রোগীর আত্মীয় সেজে ছিনতাইবাজ এবং চোরচক্র হাসপাতালের ভেতরে অবাধে ঘোরাফেরা করে৷ সুযোগ বুঝে তারা গ্রাম পাহাড় থেকে আগত সহজ সরল মানুষদের নিশানা করে এবং তাদের কাছ থেকে চুরি কিংবা ছিনতাই করে ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে যায়৷

অভিযোগ তাদের চেহারা এবং অপরাধের কথা জানা সত্ত্বেও বেসরকারি গার্ড এবং সাফাই কর্মীরা তাদেরকে হাসপাতালের ভেতরে ঘোরাফেরা করার সুযোগ করে দেন৷ পুলিশ সবকিছু জেনেও কেন এসব ঘটনার তদন্ত করছে না তানিয়ে রহস্য থেকে যাচ্ছে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?