Price Hike: জ্বালানি সহ প্রতিটি জিনিসের দাম হুড়হুড় করে বৃদ্ধি পেলেও বাজার নিয়ন্ত্রণের কোন পদক্ষেপ নেই প্রশাসনের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ অক্টোবর।। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে জিনিসপত্রের দাম বেড়ে চললেও বাস্তবে বাড়লো না সাধারণ মানুষের আয়৷ ফলে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে নাভিশ্বাস অবস্থা আমজনতার৷

আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বাজারে জ্বালানি সহ হাতের নাগালের বাইরে নিত্যপ্রয়োজনীয় জিনিস ও শাকসবজির দাম৷ বর্তমান বাজারে এক লিটার সরিষার তেলের দাম ২১০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা৷ একইভাবে প্রতিটি জিনিসের দাম ঊর্দ্ধমুখী৷ পাশাপাশি দামে আগুন লেগেছে সবজি বাজারেও৷

এক কেজি আলুর বর্তমান বাজারমূল্য ত্রিশ টাকা৷ বেগুন ৭০ থেকে ৮০ টাকা৷ একই মূল্য ঝিঙা, পটলের৷ কাঁচামরিচ বিকোচ্ছে প্রতি কেজি ৩০০-৪০০ টাকা মূল্যে৷ শুধু তাই নয় মুলো ও লালশাক সহ অন্যান্য শাক সবজিও বিকোচ্ছে ৬০-৮০ টাকা দরে৷

এভাবে জ্বালানি সহ প্রতিটি জিনিসের দাম হুড়হুড় করে বৃদ্ধি পেলেও বাজার নিয়ন্ত্রণের কোন পদক্ষেপ নেই সরকার কিংবা প্রশাসনের৷ ফলে আয়ের সঙ্গে সঙ্গতি রেখে সংসার প্রতিপালনে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের৷

এমনিতেই গত দু’বছরে করোনার কারণে মুখ থুবড়ে পড়েছে সারা রাজ্যের সঙ্গে মহকুমার বাজার অর্থনীতিও৷ পাশাপাশি করোনার ঘোর কাটিয়ে এখনো স্বাভাবিক হয়নি মহকুমার হাটবাজারগুলি৷ মানুষের হাতে নেই পর্যাপ্ত কাজ৷ বাড়েনি সাধারণ মানুষের আয়৷

ফলে একদিকে চরম দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে যেমন সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা তেমনি আয়ের সঙ্গে ব্যায়ের সামঞ্জস্য না থাকায় বাজারমুখিও হচ্ছে না মানুষ৷ যার প্রভাব পড়েছে মহকুমার প্রতিটি হাটবাজারে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?