স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ অক্টোবর।। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে জিনিসপত্রের দাম বেড়ে চললেও বাস্তবে বাড়লো না সাধারণ মানুষের আয়৷ ফলে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে নাভিশ্বাস অবস্থা আমজনতার৷
আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বাজারে জ্বালানি সহ হাতের নাগালের বাইরে নিত্যপ্রয়োজনীয় জিনিস ও শাকসবজির দাম৷ বর্তমান বাজারে এক লিটার সরিষার তেলের দাম ২১০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা৷ একইভাবে প্রতিটি জিনিসের দাম ঊর্দ্ধমুখী৷ পাশাপাশি দামে আগুন লেগেছে সবজি বাজারেও৷
এক কেজি আলুর বর্তমান বাজারমূল্য ত্রিশ টাকা৷ বেগুন ৭০ থেকে ৮০ টাকা৷ একই মূল্য ঝিঙা, পটলের৷ কাঁচামরিচ বিকোচ্ছে প্রতি কেজি ৩০০-৪০০ টাকা মূল্যে৷ শুধু তাই নয় মুলো ও লালশাক সহ অন্যান্য শাক সবজিও বিকোচ্ছে ৬০-৮০ টাকা দরে৷
এভাবে জ্বালানি সহ প্রতিটি জিনিসের দাম হুড়হুড় করে বৃদ্ধি পেলেও বাজার নিয়ন্ত্রণের কোন পদক্ষেপ নেই সরকার কিংবা প্রশাসনের৷ ফলে আয়ের সঙ্গে সঙ্গতি রেখে সংসার প্রতিপালনে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের৷
এমনিতেই গত দু’বছরে করোনার কারণে মুখ থুবড়ে পড়েছে সারা রাজ্যের সঙ্গে মহকুমার বাজার অর্থনীতিও৷ পাশাপাশি করোনার ঘোর কাটিয়ে এখনো স্বাভাবিক হয়নি মহকুমার হাটবাজারগুলি৷ মানুষের হাতে নেই পর্যাপ্ত কাজ৷ বাড়েনি সাধারণ মানুষের আয়৷
ফলে একদিকে চরম দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে যেমন সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা তেমনি আয়ের সঙ্গে ব্যায়ের সামঞ্জস্য না থাকায় বাজারমুখিও হচ্ছে না মানুষ৷ যার প্রভাব পড়েছে মহকুমার প্রতিটি হাটবাজারে।