Potters: আলোর উৎসবকে সামনে রেখে মাটির প্রদীপ সহ বিভিন্ন ধরনের মাটির বাসন তৈরীতে ব্যস্ত মৃৎশিল্পীরা

স্টাফ রিপোর্টার, কমলপুর, ২৭ অক্টোবর।। হাতেগোনা আর মাত্র এক সপ্তাহ বাকি৷ আলোর উৎসব দীপাবলিতে মেতে উঠবেন ধর্মপ্রাণ মানুষ৷ দীপাবলি উৎসবকে কেন্দ্র করে মৃৎশিল্পীরা এখন চরম ব্যস্ত৷ প্রতিটি এলাকায় চলেছে মূর্তি তৈরির পাশাপাশি মাটির প্রদীপ তৈরীর ব্যস্ততা৷

এই আলোর উৎসবকে সামনে রেখে কমলপুরের ফুলছড়ি কুমোর পাড়ায় মাটির প্রদীপ সহ বিভিন্ন ধরনের মাটির বাসন তৈরীতে ব্যস্ত মৃৎশিল্পীরা৷ সবাই দিনরাত পরিশ্রম করছেন সামগ্রীগুলি তৈরী করে বাজারে নিয়ে যাওয়ার৷

তবে গত দুই বছর আগের তুলনায় এবার কম মাটির প্রদীপ তৈরী করছেন ফুলছড়ির কুম্ভকাররা৷ কারণ হিসাবে জানালেন, মাটির প্রদীপের চাহিদা অনেক কম৷ এখন মোমবাতি, ইলেক্ট্রনিক্স টুনি বাল্ব জ্বালিয়ে দীপান্বিতা উপলক্ষ্যে আলোর উৎসব পালন করা হচ্ছে৷

এই মুহূর্তে মাটির প্রদীপের কদর অনেকটা কমে গেছে৷ এরপরও কুমোর পাড়ায় শিল্পীরা মাটির প্রদীপ তৈরী করে বুক বেঁধে আছে বিক্রির আশায়৷ তবে আগের মতো মাটির প্রদীপ তৈরী করে তেমন লাভবান নয় মৃৎশিল্পীরা৷

জিনিসের দাম বেড়েছে, মাটির প্রদীপের দাম বেড়েছে৷ তাই অল্প পয়সায় টুনি বাল্ব জ্বালিয়ে আলোর উৎসব পালন করতে দেখা যায় সিংহভাগ মানুষকে৷ এই অবস্থায় মাটির প্রদীপের চাহিদা কমে গেছে৷

এবিষয়ে ফুলছড়ির কুম্বকাররা জানান, বাপ কাকার আমলের ব্যবসা পেটের তাগিদে কোন রকমে ধরে রেখেছি৷ গত কয়েক বছর আগে মাটির প্রদীপ হাজারে হাজারে বিক্রি হতো৷

এখন আর নয় না৷ তাছাড়া মাটির তৈরী বাসনের চাহিদা কমে গেছে৷ শুধু ধলাই জেলার কমলপুরেই নয় রাজ্যের অন্যান্য স্থানেও প্রতিমা তৈরির পাশাপাশি মাটির প্রদীপ তৈরিতে এখন ব্যস্ত শিল্পীরা৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?