Missing: রহস্যজনক ভাবে নিখোঁজ যুবক, তিনদিন পর মিলল রক্তের দাগ লাগানো বাইক

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৭ অক্টোবর।। রহস্যজনক ভাবে নিখোঁজ এক যুবক৷ ঘটনার তিনদিন অতিক্রান্ত হওয়ার পরেও হদিশ মিলেনি নিখোঁজ যুবকের৷

যদিও মঙ্গলবার রাতে কলমচৌড়া থানাধীন ফরেস্ট অফিস সংলগ্ণ জঙ্গল থেকে উদ্ধার হয় নিখোঁজ যুবকের রক্তমাখা বাইক৷ নিখোঁজ যুবকের নাম নুটন দাস (৩২)৷ পেশা ফার্নিাচার কারিগর৷ বাড়ি বিশালগড় থানাধীন দুর্গানগর শিবনগর গ্রামে৷

নিখোঁজ যুবক নুটন দাসের মা জানান, গত সোমবার রাত সাড়ে আটটা নাগাদ কেউ একজন ফোন করে নুটনকে কমলচৌড়া থানাধীন লাড়ুবাড়ি চৌমুহনী যাওয়ার জন্য বলে৷

নুটন প্রথমে যাওয়ার জন্য অসম্মতি জানান৷ পরে দীর্ঘক্ষণ মোবাইলে কথাবার্তা বলার পর বক্সনগরে যাওয়ার জন্য রাজি হয় সে৷ মা’কে বলেন বাড়িতে ফিরতে দেরি হবে৷ তুমরা খাওয়া দাওয়া সেরে নিও৷ এরপর বাইক নিয়ে লাড়ুবাড়ি চৌমুহনী যাওয়ার জন্য বের হয়ে যায়৷

কিন্তু মঙ্গলবার সন্ধ্যা ঘনিয়ে এলেও নুটন বাড়িতে ফিরেনি৷ পরে তার সমস্ত আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ খবর নেয় পরিবারের লোকজন৷ কিন্তু৷ হদিশ মেলেনি নুটনের৷ তার মোবাইল ফোনও সুইচ অফ৷

এরপর মঙ্গলবার রাতে বিশালগড় থানায় মিসিং ডায়ারি করে নোটনের পরিবার৷ কলমচৌড়া থানার পুলিশ মঙ্গলবার রাতে বক্সনগর তেব্রা বাড়ি জঙ্গল থেকে একটি নীল রঙের অ্যাপাচি আর. টি.আর বাইক উদ্ধার করে৷ কিন্তু বাইকের নাম্বার প্লেট ভাঙ্গা।

পরিবারের দাবি বাইকটি নুটনের৷ বাইকের একাধিক স্থানে রক্তের চিহ্ণ রয়েছে৷ জঙ্গল থেকে বাইক উদ্ধারের পর নতুন করে সন্দেহ দানা বেঁধেছে৷ নুটন আদৌও বেঁচে আছে কি-না জানেনা কেউ৷ পুলিশ নিখোঁজ যুবকের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?