অনলাইন ডেস্ক, ২৮ অক্টোবর।। হিলারি ক্লিনটনের সাবেক এক ঘনিষ্ঠ সহযোগী নতুন স্মৃতিকথায় জানিয়েছেন, এক মার্কিন সিনেটর অনুমতি ছাড়াই তাকে চুমু দেওয়ার চেষ্টা করেছিল।
বিবিসি জানায়, এ শতকের প্রথম দশকের মাঝামাঝিতে ওই রাজনীতিবিদ হুমা আবেদিনকে কাউচে ফেলে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে।
হুমা ওই সিনেটরের নাম প্রকাশ করেননি। জানান, তিনি আমন্ত্রণ পেয়ে সিনেটরের বাসায় গিয়েছিলেন। পরে তিনি আপত্তিকরভাবে অগ্রসর হলে হুমা পালিয়ে যান।
‘বোথ/অ্যান্ড: আ লাইফ ইন মেনি ওয়ার্ল্ডস’ বইয়ে এ ঘটনার বিস্তারিত জানা যাবে। হুমা জানান, বইটি আগামী সপ্তাহে বাজারে আসছে।
২০১৬ সালে বারাক ওবামা প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন হিলারি ক্লিনটন। ওই সময় তার বিশ্বস্ত সহযোগী ছিলেন হুমা, যাকে নিজের ‘দ্বিতীয় কন্যা’ বলেও উল্লেখ করেছিলেন একবার।
ওই সিনেটর বা তার দলের নাম উল্লেখ করেননি হুমা আবেদিন। ২০০১-০৯ সালে নিউইয়র্কের সিনেটর ছিলেন হিলারি। ওই সময় এ ঘটনা ঘটে।
সিবিএস চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ৪৫ বছরের হুমা জানান, ওই সিনেটর ‘খুবই জঘন্যভাবে’ তাকে চুম্বন করছিলেন। তবে পরে ওই সিনেটর তার কাছে ক্ষমা চেয়েছেন।
ওয়াশিংটনে ডিনারের পর তারা হাঁটছিলেন। ওই সময় বাসার সামনে আসলে হুমাকে কফি পানের আমন্ত্রণ জানান সিনেটর। তখন এ বিপত্তিকর ঘটনা ঘটে।
একই বইয়ে সাবেক স্বামী ও সাবেক ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান অ্যান্থনি ওয়েইনারের প্রতি ক্ষোভের বিবরণ দিয়েছেন হুমা। যৌন কেলেঙ্কারির কারণে ধ্বংস হয়ে যায় ওয়েইনারের রাজনীতি ক্যারিয়ার।