অনলাইন ডেস্ক, ২৮ অক্টোবর।। ফুটবল বিশ্বের সেরা তারকাদের একজন মোহামেদ সালাহ। প্রিমিয়ার লিগে আফ্রিকান হিসেবে সর্বোচ্চ গোলদাতা তিনি।
মাঠের পারফরম্যান্স দিয়ে অনেক পুরস্কার জিতেছেন সালাহ। এবার নতুন আরেকটি অর্জনের পালক যোগ হলো ‘মিশরীয় ফারাও’র মুকুটে।
মিশরের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন সালাহ। লিভারপুল তারকার জীবনী পড়ানো হবে দেশটির স্কুলগুলোতে।
ভক্ত-সমর্থকেরা সালাহকে ভালোবেসে ডাকেন, মিশরীয় ফারাও বা মিশরীয় রাজা। সম্প্রতি আফ্রিকান হিসেবে তিনি সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েছেন।
গত রবিবার ম্যানচেস্টার ইউনাইডেডের বিপক্ষে হ্যাটট্রিক করে আইভরি কোস্টের সাবেক তারকা দিদিয়ের দ্রগবাকে টপকে এই রেকর্ড গড়েন সালাহ। প্রিমিয়ার লিগে ২৯ বছর বয়সী তারকার গোল ১০৭। ১০৪ গোল করেছেন দ্রগবা।
সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে ইউর্গেন ক্লপের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছেন সালাহ। অ্যানফিল্ডের কোচ জানিয়েছেন, ‘বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় সে (সালাহ)। ’
কেবল মাঠে নয়, মাঠের বাইরেও অনুকরণীয় চরিত্র সালাহ। বিভিন্ন দাতব্য সংস্থার হয়ে সাধারণ মানুষকে সাহায্য করে যাচ্ছেন তিনি।
জন্মস্থান নাগ্রিগে একবার ডাকাতির শিকার হয়েছিল সালাহর পরিবার। লিভারপুল ফরোয়ার্ড অপরাধীদের বিরুদ্ধে কোনো অভিযোগ তো দায়ের করেননি, উল্টো আর্থিকভাবে সাহায্য করেছিলেন।
ফুটবলের পাশাপাশি ইতোমধ্যে অবিশ্বাস্য উদারতা দিয়ে মানুষের মন জিতেছেন সালাহ। বর্তমান সময়ের হাই-প্রোফাইল মুসলিম ফুটবলার তিনি।
সালাহর সেই অনুকরণীয় জীবনীই এবার মলাটবন্দী হচ্ছে। দ্য টাইমস জানিয়েছে, স্কুলছাত্রদের ভালো কাজে উদ্বুদ্ধ করতে সালাহর জীবনের গল্প অন্তর্ভুক্ত করা হলো মিশরের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ইংরেজি-ভাষার পাঠ্যবইয়ে।