অনলাইন ডেস্ক, ২৮ অক্টোবর।। আগের মৌসুমের তুলনায় এই বছরের ব্যালন ডি’অর কার হাতে উঠবে তা আগে থেকে ভবিষ্যদ্বাণী করা মুশকিল। গত এক দশকের বেশি সময় ধরে ব্যালন ডি’অর তালিকায় দুই অপরিহার্য নাম— লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
তবে তাদের চ্যালেঞ্জ জানিয়ে ২০১৮ সালে ব্যালন ডি’অর জেতেন লুকা মদরিচ। গত বছর ফেবারিটের তালিকায় ছিলেন রবার্ট লেওয়ানদভস্কি। কিন্তু করোনার কারণে ২০২০ সালে ব্যক্তিগত নৈপুণ্যের এই পুরস্কার দেওয়া হয়নি।
এবারও ব্যালন ডি’অরের জন্য ঘোষিত ৩০ জনের তালিকায় মেসি-রোনালদোসহ আছেন মদরিচ-লেভা। তাদের সঙ্গে এই পুরস্কারের অন্যতম দাবিদার হিসেবে শোনা যাচ্ছে চেলসির মিডফিল্ডার জোর্গিনহো এবং রিয়াল মাদ্রিদ স্ট্রইকার করিম বেনজেমার নাম।
যাইহোক, স্প্যানিশ ক্রীড়ামাধ্যম মার্কা জানিয়েছে, এবারের ব্যালন ব্যালন ডি’অর জয়ীর নাম ফাঁস হয়ে গেছে। পুরস্কার ঘোষণার আগেই এক ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই ছবিতে দেখা যাচ্ছে, জয়ীর নাম বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার লেওয়ানদভস্কি।
ফাঁস হওয়া ওই ছবিতে, শীর্ষে থাকা পোলিশ তারকার পাশে পড়েছে ৬২৭ ভোট। পরের স্থানে আছেন মেসি এবং তৃতীয় স্থানে বেনজেমা। রোনালদো আছেন ৯ম স্থানে এবং মদরিচের স্থান ১২তম।
স্প্যানিয়ার্ডদের মধ্যে সর্বোচ্চ স্থানে বার্সেলোনার পেদ্রি। ১৮তম স্থান রয়েছেন তিনি। তার পরের স্থানে নেইমার।
ভবিষ্যতের যে দুই তারকা ফুটবল বিশ্বকে শাসন করবেন বলে ভাবা হচ্ছে, তার একজন কিলিয়ান এমবাপ্পে হয়েছেন ষষ্ঠ এবং আর্লিং হালান্দ আছেন অষ্টম স্থানে।
ব্যালন ডি’অরের চূড়ান্ত ফলাফল জানার জন্য ফুটবল প্রেমীদের অপেক্ষা করতে হবে আরও এক মাস। ২৯ নভেম্বর প্যারিসে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।