অনলাইন ডেস্ক, ২৮ অক্টোবর।। এল ক্লাসিকোতে হারের পর সমর্থকদের অপমান সইতে হয়েছিল রোনাল্ড কোম্যানকে। ম্যাচ শেষে ক্যাম্প ন্যু ছাড়ার সময় গালাগালির পাশাপাশি গাড়িতে থুতু-লাথি মেরে ডাচ কোচের পদত্যাগ দাবি করেছিল বার্সেলোনা সমর্থকেরা।
সেই ক্ষত তরতাজা থাকতেই মাদ্রিদে গিয়ে বুধবার রাতে রায়ো ভায়েকানোর বিপক্ষে হার। চাকরিটাও আর বাঁচাতে পারলেন না কোম্যান।
দায়িত্ব নেওয়ার ১৪ মাসের মাথায় ৫৮ বছর বয়সী কোচকে ছাঁটাই করল কাতালান জায়ান্টরা।
এক বিবৃতিতে বার্সা জানিয়েছে, ‘রায়ো ভায়েকানোর বিপক্ষে হারের পর ক্লাবের প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তে তাকে (কোম্যান) এই সিদ্ধান্তের ব্যাপারে জানিয়েছেন। বৃহস্পতিবার স্কোয়াডকে বিদায় জানাবেন কোম্যান। ’
৫৮ বছর বয়সী ডাচ কোচ ক্যাম্প ন্যুয়ে আসার আগে প্রধান কোচ হিসেবে দায়িত্বে ছিলেন নেদারল্যান্ডস জাতীয় দলের। এর আগে এভারটন ও সাউদ্যাম্পটনেও কোচ ছিলেন তিনি।
গত মৌসুমে পাঁচবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করে। বার্সার কোচ হিসেবে কোম্যানের এটিই সর্বোচ্চ সাফল্য।
লা লিগার চলতি মৌসুমে ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আছে ৯ম স্থানে কাতালান জায়ান্টরা। লিগে ব্যর্থতার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরেছে তারা।
খেলোয়াড়ি জীবনে কোম্যান খেলতেন রক্ষণভাগে। নেদারল্যান্ডস জাতীয় দল ছাড়াও তিনি ১৯৮৯-১৯৯৫ পর্যন্ত খেলেছেন বার্সার জার্সিতে।