অনলাইন ডেস্ক, ২৮ অক্টোবর।। পয়েন্ট ভাগাভাগি করেও পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে কার্লো আনচেলত্তির দল।
১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লা লিগার চলতি মৌসুম জমিয়ে ফেলেছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে পরের স্থানে সেভিয়া, রিয়াল বেতিস ও রিয়াল সোসিয়েদাদ।
তার মধ্যে কেবল এক ম্যাচ বেশি খেলেছে বেতিস। গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে উঠেছে লস ব্লাঙ্কোসরা। এদিকে, সমান ১৯ পয়েন্ট নিয়ে পরের দুই স্থানে রায়ে ভায়েকানো ও ওসাসুনা।
শীর্ষে থাকা চার দলের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে সাতে গত আসরের চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদ। ভায়েকানোর মাঠে হারা বার্সেলোনা ১৫ পয়েন্ট নিয়ে আছে ৯ম স্থানে।
সুযোগ হাতছাড়া না হলে রিয়ালের মাঠে গোল পেতে পারত ওসাসুনা। কিন্তু একবারে কাছাকাছি থেকে মনসাইওলার শট লাগে পোস্টে।
তবে তারচেয়ে বেশি সুযোগ হাতছাড়া করেছে রিয়াল। বেনজেমার এক শট উড়ে যায় প্রতিপক্ষের বারের ওপর দিয়ে।
সুযোগ কাজে লাগাতে পারেননি মিডফিল্ডার কাসেমিরোও।
শেষ পর্যন্ত এই ড্রয়ে ২০০৫ সালের পর এই প্রথম বার্নাব্যু থেকে পয়েন্ট আদায় করতে পারল ওসাসুনা।