স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৭ অক্টোবর।। রাজনৈতিক দলগুলিকে ভোটার তালিকা সরবরাহ করা সহ অন্যান্য দাবিতে উদয়পুরে মহকুমা শাসক অফিসের সামনে ধরনা সংঘটিত করেছে কংগ্রেস৷
প্রশাসনের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়ার পর ধর্না প্রত্যাহার করা হয়৷ আসন্ন পুর পরিষদ, পুর নিগম ও নগর পঞ্চায়েত এর নির্বাচন ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দলগুলি মাঠে নেমে পড়েছে৷
বুধবার উদয়পুর মহকুমার ভারতীয় জাতীয় কংগ্রেস এর পক্ষ থেকে প্রাক্তন গোমতী জেলার কংগ্রেসের গোমতী জেলা সভাপতি সৌমিত্র বিশ্বাসের নেতৃত্বে কর্মী সমর্থক নিয়ে উদয়পুর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে ধর্নায় বসেন৷
আগামী ২৫শে নভেম্বর সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমার পুর পরিষদ নির্বাচন সংঘটিত হতে যাচ্ছে৷ অভিযোগ, এই নির্বাচনে ভোটার তালিকা সহ কাগজ পত্র দেওয়া হয়নি৷ এই ইস্যুকে সামনে এনে ধর্নায় বসে কংগ্রেস৷
কংগ্রেসের কর্মী-সমর্থকেরা উদয়পুর মহকুমা শাসক কার্যালয়ের সামনে ধর্নায় বসার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উদয়পুর মহকুমার পুলিশ আধিকারিক ধ্রুব নাথ সহ রাধাকিশোরপুর থানার ওসি রাজীব দেবনাথ ও বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী৷ মহকুমা শাসক অনিরুদ্ধ রায় এর আশ্বাসে ধর্না প্রত্যাহার করা হয় বলে সৌমিত্র বিশ্বাস জানান৷